করোনা-টিকা প্রস্তুতকারক সেরাম কর্তা পুনেওয়ালাদের অন্দরমহল, গতিময় এক সুখী গৃহকোনের ছবি
First Published Jan 4, 2021, 11:13 AM IST
আদার পুনেওয়ালা, তাঁর উত্থান অনেকটাই স্বপ্নের মত। পার্সি ধনকুবেরের প্রিয় গতি। আর সে কাজের ক্ষেত্রেই হোক আর চলার ক্ষেত্রেই হোক। ঘোঁড়া তাঁর অত্যান্ত প্রিয়। তবে সবকিছুর পিছনে রয়েছে স্ত্রীর অনুপ্রেরণা। এখন শুধু ভারত নয়, বিশ্বের অধিকাংশ দেশের নজর রয়েছে আদার পুনেওয়ালাদের দিকে। কারণ তাঁরাই তৈরি করছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার বিকাশ করা করোনাভাইরাসের টিকা।

ভারত তো বটেই, সেই সঙ্গে গোটা বিশ্বের নজর রয়েছে পুনের সেরাম ইনস্টিটিউটের দিকে। কারণ এই সংস্থাই বাতার পেয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার বিকাশ করা করোনাভাইরাসের টিকা তৈরির করার। বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক সংস্থাও সেরাম। তারই মালির মাত্র ৩৯ বছরের আদার পুনেওয়ালা।

পুনেওয়ালা জানিয়েছেন প্রথম দফায় তাঁরা ৫০ মিলিয়ন ডোসের টিকা সরবরাহ করতে প্রস্তুস্ত তাঁর সংস্থা। তিনি আরও জানিয়েছেন প্রথম দফায় তাঁর সংস্থার তৈরি টিকা দেশের নাগরিকদের জন্যই সরবরাহ করা হবে। পুনেওয়ালা জানিয়েছেন আর্থিক চুক্তি হয়ে যাওয়ার ৭-১০ দিনের মধ্যেই টিকা সরবরাহ শুরু হয়ে যাবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন