করোনা আবহে মন কি বাত, নয়া কোন ১০ পয়েন্টে এদিন জোর দিলেন মোদী
দেশে টানা তিনদিন তিন লাখ করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়ালো। এমন পরিস্থিতিতে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে মোদী বেশ কিছু উপদেশ ও নির্দেশ দিয়েছিলেন, যা দিয়ে লকডাউন না করেই করোনাকে বশে আনা সম্ভবপর বলে তিনি মনে করেছিলেন। কিন্তু দেশের চেনা ছবিটা না পাল্টানোর ফলেই এবার মন কি বাত-এ করোনা নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেলন মোদী, পাশাপাশি এদিন কি উপদেশ দিলেন সাধারণকে-
- FB
- TW
- Linkdin
স্বাস্থ্যকর্মীরা অগাদ পরিশ্রম করে রোগীদের সেবা করে চলেছেন। তাঁদের সাহসীকতাকে সাদুবাদ জানান মোদী।
রাজ্যে রাজ্যে বিনামূল্যে করোনা টিকা পাঠানো হয়েছে। ৪৫ বছর বয়সের উর্ধ্বে যাঁরা তাঁরা পেয়েছেন ভ্যাকসিন। মে থেকে ১৮ বছরের উর্ধ্বে হলেই পাওয়া যাবে টিকা।
কেন্দ্র করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য সব রকমভাবে রাজ্যগুলির পাশে থাকতে প্রস্তুত।
করোনার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন মনের জোড়। মনোবল হারিয়ে ফেলা নয়।
কোভিড আমাদের এখন ধৈর্য্য ও যন্ত্রণার পরীক্ষা নিচ্ছে, প্রতিটা মুহূর্তে সতর্কতাই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।
এই পরিস্থিতিতে প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনলাইনের মধ্যে দিয়ে ডাক্তারেরা বাড়িতেই রোগীদের চিকিৎসা চালাচ্ছেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ভয়ানক, এই সময় দেশে সবস্তরের মানুষদের সঙ্গে সঙ্গে ব্যালান্স রেখেই চলতে হবে।
করোনা টিকা নিয়ে কোনও রকমের গুজবে কান দেওয়া নয়। গুজব এড়িয়ে চলতে হবে, ডাক্তার ও নির্দেশিকার ওপর ভরসা রাখতে হবে।
করোনায় আক্রান্তের পাশাপাশি প্রতিদিন বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। তাই বিচলিত না হয়ে সাবধান থেকে রোগীর সেবা করুন।
বহু প্রিয়জন আমাদের অকালে ছেড়ে চলে গিয়েছে, তা দুঃখজনক।