Cyclone Tauktae: কলকাতা থেকে গুজরাতের উদ্দেশ্যে NDRF, দেখুন ছবিতে

First Published May 16, 2021, 9:23 PM IST

প্রবল বেধে ধেয়ে আসছে ঘূর্ণীঝড় তাউতে। মঙ্গলবার আছড়তে পড়তে পারে গুজরাটের উপকূলে। এই ঝড় ভয়ঙ্কর বলেও জানিছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে কলকাতা থেকে  গুজরাতের উদ্দেশ্যে রওয়ান দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বিতীয় ব্যালালিয়নের েক কোম্পনি জওয়ান।