হেসেলের পাশে হুইসেলেও তাঁরা দক্ষ, নারীদিবসে মহিলা ট্রেন চালককে ফুল উপহার, শুভেচ্ছা রেলমন্ত্রীর
First Published Mar 8, 2021, 5:44 PM IST
নারীদিবসে মহিলা ট্রেন চালককে বিশেষ সম্মান জানালো রেল। ট্রেন চালানো থেকে শুরু করে স্টেশন পরিচালনা, পতাকা বা সিগন্যালিং সহ আরফিএফ পদে দায়িত্ব সামলানো , যাত্রীদের নিরাপত্তা দেওয়া সবই সাহসের সঙ্গে করেন এই মহিলারা। তাই বলে রান্নার স্বাদ কিছু কম পড়ে না। হেঁসেলের পাশপাশি গাড়ির হুইসেলটাতেও যে সঠিক ভারসাম্য রাখতে জানেন তাঁরা। সোমবার নারীদিবসে টুইটে ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন রেলমন্ত্রীও।

নারীদিবসে মহিলা ট্রেন চালককে ফুল উপহার দিলেন ভারতীয় রেলের তরফে এক কর্মচারী

নারীদিবসে মহিলা ট্রেন চালককে বিশেষ সম্মান জানালো রেল।

ট্রেন চালানো থেকে শুরু করে স্টেশন পরিচালনা সবেতেই দক্ষ এই ভারতীয় নারীরা

সিগন্যালিং এর দায়িত্ব সামলানো পাশাপাশি এই মহিলারই সমাজকে অনুপ্রেরণা দেন, ভারতকে বানান বিশ্ব সেরা।

আরফিএফ পদে দায়িত্ব সামলানো , যাত্রীদের নিরাপত্তা দেওয়া সবই সাহসের সঙ্গে করেন এই মহিলারা।

হেঁসেলের পাশপাশি গাড়ির হুইসেলটাতেও যে সঠিক ভারসাম্য রাখতে জানেন তাঁরা।

সোমবার নারীদিবসে টুইটে ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানালেন রেলমন্ত্রী।