কেমন ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবসের উদযাপন, দেখে নিন বিরল কিছু ছবিতে
আসছে ৭৪ তম স্বাধীনতা দিবস। করোনাভাইরাস মহামারির হাতে এখন গোটা বিশ্ব পরাধীন। তারমধ্যেই নয়াদিল্লির লালকেল্লা থেকে শুরু করে গোটা দেশেই চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। কিন্তু, কেমন ছিল ভারতের স্বাধীনতা লাভের প্রথম দিনটি? দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে...
- FB
- TW
- Linkdin
ভারতের স্বাধীনতার যুদ্ধ প্রথম শুরু হয়েছিল মীরাট শহরের সেনানিবাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের বিদ্রোহ-এর মধ্য দিয়ে। ১৮৫৮ সালের ১০ মে প্রথমে মীরাট, তারপর সেখান থেকে ভারতের অন্যান্য শহরেও এই বিদ্রোহের আঁচ ছড়িয়েছিল। তারপর থেকেই ক্রমে একের পর এক বিদ্রোহের ঢেউ উঠেছিল ভারতে। ছবিতে এই সিপাহি বিদ্রোহের দুই বিদ্রোহীকে ফাঁসি দিতে দেখা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তাদের।
ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধী। ছবিতে ১৯৩১ সালে লন্ডনে ব্রিটিশ শাসকদের সঙ্গে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে দেখা যাচ্ছে গান্ধী ও জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বকে।
১৯৪৩ সাালে বার্লিন থেকে ভারতের স্বাধীনতার ঘোষণা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ।
অবশেষে আসে স্বাধীনতা। ১৫ অগাস্ট ১৯৪৭ সালে নয়াদিল্লির লালকেল্লার সামনে উদযাপনে মেতে উঠেছিল সাধারণ মানুষ।
স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর জনতার সামনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু।
ভারত স্বাধীন হওয়ার পর লন্ডনে 'ইন্ডিয়া অফিস'-এর নেমপ্লেট খুলে লাগানো হয়েছিল 'কমনওয়েলথ রিলেশন অফিস' লেখা নতুন নেমপ্লেট। এটাই ছিল ব্রিটিশ শাসিত ভারতের শেষ চিহ্ন।
প্রথম স্বাধীনতা দিবসে মুম্বই বা তখনকার বম্বের রাস্তায় স্বাধীনতা সংগ্রামীদের পোস্টার হাতে নেমে এসেছিলেন সাধারণ মানুষ।
বম্বের রাস্তায় কুচকাওয়াজ করেছিল হোমগার্ডরা।
কুচকাওয়াজে সামিল হয়েছিল শিক্ষার্থীরাও।
এমনকী, স্বাধীনতার সেই আনন্দে মেতে উঠেছিলেন ভারতে থেকে যাওয়া ব্রিটিশরাও।
কলকাতার রাস্তাতেও নেমেছিল সদ্য স্বাধীন হওয়া মানুষদের ঢল।
রাজভবনের জানালায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস প্রত্যক্ষ করছেন পশ্চিমবঙ্গের তখনকার নবনিযুক্ত রাজ্যপাল চক্রবর্তী রাজাগোপালাচারী। ,