নিজের সংস্থাতেই প্রমাণ করতে হয়েছিল যোগ্যতা সামনে এল রতন টাটার আরও এক কিস্তি
| Published : Mar 04 2020, 07:43 PM IST
নিজের সংস্থাতেই প্রমাণ করতে হয়েছিল যোগ্যতা সামনে এল রতন টাটার আরও এক কিস্তি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
112
রতন টাটার তৃতীয় দিনের লেখা প্রকাশ করেছে হিউম্যানস অব বোম্বে।
212
কেন বিয়ে করেননি? কী ছিল তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা? সবই ছুঁয়ে গেছেন ৮২ বছরের রতন টাটা
312
খুব অল্প বয়সেরই বসেছিলেন টাটা কোম্পানির চেয়ারম্যান পদে। তাই নিজেকে প্রমাণ করতে কালঘাম ছুটেছিল তাঁর।
412
তাঁর পদবীর জন্য অনেকেই কথা বলত না তাঁর সঙ্গে। জন্মসূত্রে পাওয়া পদবী তাঁকে টাটা কোম্পানির চেয়ারম্যান করেছিল। এরকম সন্দেহ করত অনেকে। সেই সব ভূল ভাঙাতে নতুন কিছু করার চেষ্টা করেছিলেন, জানিয়েছেন রতন টাটা।
512
জামসেদপুরে টাটা কোম্পানির তখন রমরমা। শ্রমিকরাও স্বচ্ছল। কিন্তু আশপাশের গ্রামগুলির অবস্থা খুবই শোচনীয়। চরম দূর্দশার মধ্যে দিন কাটাচ্ছিল সেখানের মানুষ। জামসেদপুরের আশপাশের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন করার দিকে সেই সময়ই নজর দেওয়া হয়েছিল।
612
কেন বিয়ে করেননি? সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন রতন টাটা। চরম ব্যস্ততার কারণেই বিয়ে করা হয়ে ওঠেনি। তবে কয়েকবার বিয়ের কথা যে উঠেছিল তা এড়িয়ে যাননি রতন টাটা। কিন্তু নিজের জীবনযাত্রা পরিবর্তন হবে এই আশঙ্কায় আর ঘর বাঁধেননি শিল্পপতি।
712
ন্যানো গাড়ি তৈরির প্রসঙ্গও উঠেছিল। সাধারণ মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দিতেই ন্যানো গাড়ি তৈরির পরিকল্পনা এসেছিল তাঁর মাথায়।।
812
অবসর উপভোগ করছেন। জানিয়েছেন রতন টাটা। খবরের কাগজ পড়েন না। এখন নেই কোনও দুশ্চিন্তাও।
912
বসর কাটে গল্ফ খেলে। সমুদ্র সৈতক, ককটেল আর পড়াশুনা নিয়ে নাকি দিব্য়ি আছেন রতন টাটা।
1012
৮২ বছরে এসেও তিনি শিখছেন। নির্দ্ধিধায় জানিয়েছন রতন টানা। প্রয়োজনে নিজের মত পরিবর্তন করে সময়ের সাথে তাল মিলিয়ে চলাই তাঁর আদর্শ।
1112
প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হোক, এখনও এটাই চান রতন টাটা
1212
এখনও ন্যানো গাড়ি নিয়ে গর্ব বোধ করেন রতন টাটা