সনিয়া গান্ধীর জায়গায় কি শরদ পওয়ার, ইউপিএ-র অন্দরেও কি ক্ষমতা হারাবে কংগ্রেস - উঠল প্রশ্ন
First Published Dec 11, 2020, 12:33 PM IST
২০০৪ সালে কোনও দল বা জোটই এককভাবে সরকার গঠন করার মতো আসন না জেতায়, জাতীয় কংগ্রেস-এর নেতৃত্বে গঠন করা হয়েছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ জোট। তারপর থেকে গত ১৭ বছরে জোটের অনেক সঙ্গীর অদল বদল ঘটেছে। ভারতের রাজনীতিতে হয়েছে অনেক উত্থান-পতন। এর মধ্যে কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিলেও, ইউপিএ চেয়ারপার্সনের পদে একটানা থেকে গিয়েছেন সনিয়া গান্ধী। জাতীয় রাজনীতিতে ক্রমশ কংগ্রেসের শক্তি সংকোচনের পর এবার কি তিনি সেই পদও হারাতে চলেছেন? তাঁর পরিবর্তে জোটের নেতা হবেন কি শরদ পওয়ার?

এই জল্পনার উত্থান একটি গণমাধ্যমের অনুমান ভিত্তিক প্রতিবেদন থেকে। কোনও ভিত্তি ছাড়াই তারা দাবি করেছিল, শীঘ্রই ইউপিএ-র বৈঠকে এই দাবি তুলতে চলেছে শরদ পওয়ারের দল, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি। এই বিষয়ে ইউপিএ-র অন্যান্য শরিকদেরও নাকি সহমত রয়েছে।

তবে বৃহস্পতিবারই সেই অনুমান, প্রত্যাখ্যান করেছিল এনসিপি। দলের প্রধান মুখপাত্র মহেশ তাপস স্পষ্ট জানান, ইউপিএ-র শরিকদের মধ্যে এ জাতীয় প্রস্তাব নিয়ে কোনও আলোচনা হয়নি। ওই প্রতিবেদন চলমান কৃষক আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরিয়ে দেওয়ার স্বার্থান্বেষী উদ্যোগ বলেও দাবি করা হয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন