সোশ্যাল মিডিয়া তাঁকে 'হতাশ' করেছে, চরম পরিস্থিতি ঐক্যবদ্ধ থাকার আর্জি রতন টাটার
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01e11btytkc23pspe0sgssr6rd/7-jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
রবিবার শিল্পপতি রতন টাটা সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন। যেখানে তিনি বলেন নেট দুনিয়া তাঁকে হতাশ করেছে। ইনস্টাগ্রামে এই বার্তা দেওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। চলতে থাকে শেয়ার আর উত্তর দেওয়ার পালা।
সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রতন টাটা। কিন্তু তাঁর ফলোয়র সংখ্যা ২.৬ মিলিয়ন। যা রীতিমত ইর্শাজনক অন্যান্য সেলিব্রিটিদের কাছে। কিন্তু সেসব থোড়াই কেয়ার করেন রতন টাটা। রবিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় রতন টাটা স্বীকারও করেনিয়েছেন যে তিনি তেমন ভাবে সক্রিয় নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
রতন টাটা বলেছেন এই বছরটি সবার কাছেই অত্যন্ত চ্যালেঞ্জের। কিন্তু তিনি দেখেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একে অপরকে ক্ষতবিক্ষত করতে ব্যস্ত। ছোট করতে সর্বদা তৈরি থাকছে।
রতন টাটার কথায় সব জিনিসেরই দ্রুত বিচার অবিলম্বে নিষ্পত্তির পাশাপাশি কঠোরতারও দাবি তুলছে।
রতন টাটা আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন এই বছরটি সকলের ঐক্যবদ্ধ থাকা উচিৎ। একে অপরকে ছোট না করে সংবেদনশীলতা ও দয়া প্রদর্শন অনেক বেশি জরুরি।
রতন টাটা আরও বলেছেন তাড়াহুড়োর চেয়ে ধৈর্য্য ধরে অপেক্ষা করা অনেক বেশি প্রয়োজনীয়। পাশাপাশি তিনি জানিয়েছেন অনলাইনে তাঁর উপস্থিতি সীমাবদ্ধ।
কিন্তু এখনও তিনি আশাবাদী, ঘৃণা ও হুমকি দিয়ে কোনও কিছুই জয় করা যাবে না। সহানুভূতি আর সাহায্যই শেষ কথা বলবে। আর সেই দিকেই আগামী দিনে মানুষ এগিয়ে যাবে।
এই পোস্টটি তাঁর অনুগামীদের অনুপ্রাণিত করেছে। অনেক নেটবন্ধুই পোস্টটিতে লাইক দিয়েছেন আর শেয়ার করেছেন।
করোনাভাইরাসের সংকট কাটিয়ে উঠতে রতন টাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ও নির্মাণ শৈলি বজার রাখার আবেদন জানিয়েছিলেন।