আজ বিহারের দ্বিতীয় দফার নির্বাচন, এদিন ভোট দেবেন কত কোটি, রইল বিস্তারিত তথ্য
রাত পোহাতে পোহাতে শুরু হবে বিহারে তৃতীয় দফায় নির্বাচন। ২০২০তে বিহারে বিধানসভায় মোট 243 টি আসনের লড়াই। দেখে নেওয়া যাক এই দিন কত প্রার্থীর ভাগ্য নির্বাচন করবে কত সংখ্যক ভোটার,,,
- FB
- TW
- Linkdin
ইতিমধ্যেই প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, মঙ্গলবার হবে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন মোট ৯৪ টি আসনে হবে লড়াই।
মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণপর্ব, এদিন ভোট দেবেন মোট ২.৮৫ কটি মানুষ, তাড়াতাড়ি হাত দে ভাগ্য নির্ধারণ হবে ১৪৬৩ জন প্রার্থীর।
মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটে ভোট গ্রহণ করা হবে মোট সতেরোটি জেলায়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র।
এদিন মোট ৪১,৩৬২ টি পোলিং স্টেশনে ভোট নেওয়া হবে। ভোর থেকে শুরু হবে টহলদারি, কর্নার জেরে সতর্কতা আরও তুঙ্গে।
বড় বড় 11 কেন্দ্রে এদিন সকলের নজর থাকবে, যার মধ্যে উল্লেখযোগ্য পাটনা, নালন্দা, বেতিয়া, শেওহার প্রভৃতি।