বছর শেষে গতির রেকর্ড 'ভিস্তাডোম'এর , ছবিতে ছবিতে চিনে নিন ভারতীয় রেলের নতুন অভিনব কোচ সম্পর্কে
First Published Dec 30, 2020, 5:01 PM IST
বছরের শেষে এল বড় সাফল্য। প্রতি ঘন্টা ১৮০ কিলোমিটার গতিবেগে চলার পরীক্ষায় সফল হল নতুন নকশার ভিস্তাডোম কোচ। টুইট করে সেই কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রেলপথ মন্ত্রকের দাবি, এই ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের জন্য ট্রেন-ভ্রমণকে অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে, পাশাপাশি বাড়বে পর্যটনও। কিন্তু কী এই ভিস্তাডোম কোচ? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভারতীয় রেলের নতুন অভিনব পরিষেবাটি সম্পর্কে -

ভিস্তাডোম কোচ হল ইউরোপীয়-শৈলির এক বিশেষ ধরণের কোচ। এই কোচে ট্রেনযাত্রীদের আরাম ও সুযোগ সুবিধা যেমন বাড়বে, তেমনই যাত্রাপথের একটা প্যানোরামিক ভিউ পাবেন তাঁরা।

এই নতুন নকশার ভিস্তাডোম ট্যুরিস্ট কোচগুলি তৈরি করেছে চেন্নাই-এ অবস্থিত ইন্ডিয়ান রেলওয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ। শীঘ্রই, পর্যটকরা এই কোচে 'শ্বাসরুদ্ধকর' ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবেন বলে জানিয়েছে রেল মন্ত্রক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন