মোদী থেকে মমতা- কে কেমন নিরাপত্তা পান, X,Y,Z- কোন স্তরের নিরাপত্তা কেমন জেনে নিন
বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে নন্দীগ্রামে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তাঁর ওপর হামলার পরই তাঁকে Z+ বা জেড প্লাস নিরাপ্তা দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর বিষয়টি নিয়ে কেন্দ্র কথা বলেছে রাজ্য প্রশাসনের সঙ্গেও।
- FB
- TW
- Linkdin
বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে নন্দীগ্রামে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তাঁর ওপর হামলার পরই তাঁকে Z+ বা জেড প্লাস নিরাপ্তা দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর বিষয়টি নিয়ে কেন্দ্র কথা বলেছে রাজ্য প্রশাসনের সঙ্গেও।
Z+ বা জেড প্লাস নিরাপত্তায় থাকে ৫৫ জন নিরাপত্তা কর্মী। তার সঙ্গে থাকবে ১০ জন এনএসজি কমান্ডো ও পুলিশ আধিকারিকরা। এনএসজির পাথে থাকবে ব্ল্যাকক্যাটও। এজাতীয় নিরাপত্তা ব্যবস্থার প্রথম ভাগে থাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা আরপিএফ। দেশের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়।
ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে X, Y, Z , Z+- এই তিন ভাগে ভাগ করা হয়। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে হাইপ্রোফাইল ব্যক্তিদেরও এজাতীয় নিরাপত্তা দেওয়া হয়। তবে প্রধানন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ভারতে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেশাল প্রোটেকশন গ্রুপ বাএসপিজি নিরাপত্তা পান। আর এই নিরাপত্তার জন্য বছরে ব্যয় হয় ৬০০ কোটি টাকা।
রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব রয়েছে পিবিজি বা প্রেসিডেন্ড বডিগার্ড। রাষ্ট্রপতির নিরাপত্তার মূল দায়িত্ব ভারতীয় সেনা বাহিনীর হাতে।
এসপিজি নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা রক্ষীদের নেওয়া হয় সিআরপিএফ ও আরপিএফ থেকে। তবে দায়িত্বে থাকেন আইপিএস ও সিআরপিএফ আধিকারিকরা।
গান্ধী পরিবারের তিন সদস্য- রাহুল, প্রিয়াঙ্কা ও সনিয়া গান্ধীকে আরে এসপিজি নিরাপত্তা দেওয়া হত। কিন্তু ২০১৯ সাল থেকেই তাঁরা জেড প্লাস নিরাপত্তা পান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা সরবরাহ করে। প্রয়োজন মনে করলে খেলোয়াড়, অভিনেতা, শিল্পপতিদেরও বিশেষ নিপাপত্তাপ ব্যবস্থা করে।
Z ক্যাটাগরির নিরাপত্তায় থাকেন ২২ জন নিরাপত্তা রক্ষী। ৪-৫ জন এনএসজি কমান্ডো ও পুলিশ কর্মী। Y ক্যাটাগরির নিরাপত্তায় থাকে ১১ জন নিরাপত্তা রক্ষী। ১-২ জন কমান্ডো ও পুলিশকর্মী। X ক্যাটাগরির নিরাপত্তায় থাকে ২ জন নিরাপত্তা রক্ষী। কোনও কমান্ডো থাকে না। কিন্তু সশস্ত্র পুলিস বাহিনী