রঙিন অন্তর্বাস পরা থেকে পুতুল পোড়ানো - নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে রয়েছে আজব সব প্রথা
First Published Dec 30, 2020, 11:55 PM IST
শেষ দিনে এসে পৌঁছেছে ২০২০। বছরটা গোটা বিশ্বের জন্যই নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ছিল। এই অভিশ্বপ্ত বছরকে বিদায় জানিয়ে ২০২১ সালকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ। বিধি মেনেই বিশ্বজুড়ে মানুষ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। সাধারণত ১০, ৯, ৮... করে কাউন্টডাউন আর শেষে পটকা ফাটিয়ে, হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানাতে দেখা যায়। তবে এর বাইরেও বিশ্বজুড়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য রয়েছে অদ্ভূত সব প্রথা। ২০২০-র শেষ দিনে জেনে নেওয়া যাক এরকমই কয়েকটি আজব রীতি -

প্লেট ভাঙা - ডেনমার্ক
প্লেট ভাঙা সাধারণত গুন্ডামি বলেই ধরা হয়। কিন্তু ডেনমার্কে নতুন বছরকে স্বাগত জানাতে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের বাড়ির দরজার সামনে প্লেট ভাঙাটাই প্রাচীন ঐতিহ্য রয়েছে। যার বাড়ির সামনে যত বেশি থালা-বাসন ভাঙা পড়ে থাকবে, নতুন বছরে তার ভাগ্য তত বেশি খুলবে।

পুতুল পোড়ানো - ইকুয়েডর
ইকুয়েডরের মানুষ আবার নববর্ষের আগের দিন মধ্যরাতে পুরানো বছরের বিভিন্ন পুতুল পুড়িয়ে দেয়। এই পুতুলগুলির মধ্যে কাকতাড়ুয়া থেকে শুরু করে পপ সংস্কৃতি বিবিন্ন চরিত্র, এমনকী রাজনীতিবিদদের পুতুলও পোড়ানো হয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন