- Home
- World News
- International News
- বন্ডগার্ল থেকে টম হ্যাঙ্কস, বিশ্বব্যপী করোনার কবলে কোন কোন তারকা, দেখে নিন একনজরে
বন্ডগার্ল থেকে টম হ্যাঙ্কস, বিশ্বব্যপী করোনার কবলে কোন কোন তারকা, দেখে নিন একনজরে
বিশ্বব্যপী দুরন্ত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর কবল থেকে নিস্তার নেই সেলেব-দেরও। সে তিনি কোনও রাষ্ট্রনেতা বা তাঁর নিকটজনই হোন, কিংবা বিশ্বখ্যাত অভিনেতা, বা গায়ক, লেখক, শিল্পী। কাউকেই রেয়াত করছে না করোনাভাইরাস। সেলেবদের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসাবে প্রথম জানা গিয়েছিল হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস-এর নাম। রবিবার কোভিড-১৯ আক্রান্ত সেলেবদের তালিকায় সর্বশেষ হিসাবে জুড়েছে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা-র নাম। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকা, যা রোজই একটু একটু করে বেড়ে চলেছে -
| Published : Mar 17 2020, 02:39 PM IST / Updated: Mar 17 2020, 11:45 PM IST
বন্ডগার্ল থেকে টম হ্যাঙ্কস, বিশ্বব্যপী করোনার কবলে কোন কোন তারকা, দেখে নিন একনজরে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
টম হ্যাঙ্কস ও রিটা উইলসন - সেলেবদের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগে আক্রান্ত হন অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। এলভিস প্রেসলির জীবন নিয়ে তৈরি একটি সিনেমার সুটিং-এর জন্য তাঁরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানেই এই করোগে আক্রান্ত হন। আপাতত সেখানেই আছেন তাঁরা।
211
ওলগা কার্লেঙ্কো - ফরাসী-ইউক্রেনিয় এই অভিনেত্রী 'কোয়ানন্টাম অব সোলেস' ছবিতে ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া বন্ড গার্লের ঝুলিতে রয়েছে 'অবলিভিয়ন'-এর মতো ব্লকব্লাস্টার ছবিও। গত শনিবার (১৫ মার্চ) ওলগা সোশ্যাল মিডিয়ায় জানান, তিনিও কোভিড-১৯'এ আক্রান্ত। প্যারিস-এ নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।
311
ইদ্রিস আলবা - ১৬ মার্চ ওলগা-র মতোই সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে এই ব্রিটিশ অভিনেতা তথা মিউজিশিয়ান জানিয়ছেন তাঁর শরীরেও করোনাভাইরাস বাসা বেঁধেছে।
411
লুসিয়ান গ্রেইঞ্জ - বিশ্বখ্যাত রেকর্ডিং সংস্থা উইনিভার্সাল মমিউজিক গ্রুপের দীর্ঘদিনের চেয়ারম্যান তথা সিইও লুসিয়ান গ্রেইঞ্জ-ও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে লস এঞ্জেলেস শহরের ইউসিএলএ মেডিকাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
511
ক্রিস্টোফার হিভজু - যারা 'গেম অব থ্রোনস' সিরিজের ভক্ত তাদের কাছে ক্রিস্টোফার হিভজু, টরমুন্ড জায়ান্টসবেন নামেই বেশি পরিচিত। নেটফ্লিক্স-এর 'উইচার' সিরিজ-এর দ্বিতীয় সিজন-এও কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই টেলি তারকাও জানিয়েছেন করোনাভাইরাস সংক্রমণ-এ আক্রান্ত হওয়ার কথা।
611
সোফিয়া গ্রেগরি ত্রুদো - পৃথিবীর সুপরিচিত রাষ্ট্রনেতা ও তাঁদের নিকটজনদের মধ্যে এই ভয়ঙ্কর সংক্রামক ব্যধীতে প্রথম আক্রান্ত হন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ত্রুদোর স্ত্রী সোফিয়া গ্রেগরি ত্রুদো। তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ও তাঁদের সন্তানদেরও বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে।
711
বেগোনা গোমেজ - শনিবার (১৫ মার্চ) রাতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ-এর স্ত্রী বেগোনা গোমেজ-এর করোনাভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক আসে। তবে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী - দুজনেরই শরীর স্বাস্থ্য ভালো রয়েছে হলে জানিয়েছে সেই দেশের সরকার। তবে দেশে আক্রান্তের সংখ্যা ৬০০০ পার করাতে আপাতত সেই দেশে লকডাউন প্রোটোকল জারি করা হয়েছে।
811
মাইকেল আর্তেতা - ১২ মার্চ ৩৭ বছর বয়সী আর্সেনাল ফুটবল ক্লাবের এই ম্যানেজার-এর কোভিড-১৯ রোগ ধরা পড়েছিল।
911
ক্যালাম হাডসন-ওদোই - একই দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসি-র প্রতিশ্রুতিমান ফুটবলার ১৯ বছরের ক্যালাম হাডসন-ওদোই'ও এই রোগে আক্রান্ত বলে জানা যায়।
1011
পাওলো দিবালা - এই আর্জেন্টিনিয় ফুটবলার-কে বাঙলার অনেকেই চেনেন। দিবালা খেলেন ইতালির জুভেন্টাস ক্লাবে। তিনিও এই রোগে আক্রান্ত। চিনের পর ইতালি-তেই এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি পড়েছে।
1111
দানিয়েলে রুগানি - শুধু দিবালা-ই নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থদের মধ্যে আরও একজন, সেন্টার ব্যাক রুগানি-ও করোনাভাইরাস-এর কবলে পড়েছেন।