আসছে কোভিডের থেকেও মারাত্মক ব্যধী, বিশ্বকে সতর্ক করলেন ইবোলা ভাইরাসের আবিষ্কর্তা
First Published Jan 4, 2021, 4:00 PM IST
করোনা-কেই সবচেয়ে মারাত্মক মহামারি রোগ মনে হওয়াটাই বর্তমান বিশ্বে স্বাভাবিক
কিন্তু, তার থেকেও মারাত্মক রোগ 'ডিসিজ এক্স' ওঁত পেতে আছে
সতর্ক করলেন ইবোলা ভাইরাস আবিষ্কার করা বিজ্ঞানী
কঙ্গোর এক মহিলার অজানা জ্বর ঘিরে বাড়ছে উদ্বেগ

এখনও পর্যন্ত বিশ্বের ৮ কোটি ৫০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯'এ, আর মৃত্যু হয়েছে ১,৮৪৩,১৪৩ জনের। কিন্তু, করোনা-কে যদি সবচেয়ে মারাত্মক মহামারি রোগ বলে ধরা হয়, তাহলে ভুল হবে। কারণ ওঁত পেতে আছে 'ডিসিজ এক্স'। যা করোনার মতো সংক্রামক এবং ইবোলার মতো প্রাণঘাতি। মানব সভ্যতাকে সতর্ক করলেন অধ্যাপক জাঁ-জ্যাক মুয়েম্বি তামফুম। কে এই অধ্যাপক তামফুম? আজ তেকে চার দশক আগে তিনিই আবিষ্কার করেছিলেন ইবোলা ভাইরাস।

উদ্বেগ বাড়িয়েছে গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রত্যন্ত শহর ইনগেন্ড-এ এক মহিলার জ্বর। সম্প্রতি, ওই মহিলার দেহে হেমরহেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বরের উপসর্গ দেখা দেয়। ইবোলা-সহ বেশ কয়েকটি রোগের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেও তাঁর ওই অসুস্থতার কারণ ধরা পড়েনি। বর্তমানে ওই মহিলা সুস্থ হয়ে উঠলেও, উদ্বেগ দূর হয়নি। কারণ তাঁর অসুস্থতার কোনও যুক্তসঙ্গত কারণ পাওয়া যায়নি। আর তাই বিজ্ঞানীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাঁর অসুস্থতা 'ডিজিজ এক্স' নয়তো?
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন