- Home
- Sports
- Cricket
- গর্ভবতী অবস্থাতেও নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন রাসেলের স্ত্রীর ফটোশুট,ফিরে দেখা সেই ভাইরাল অ্যালবাম
গর্ভবতী অবস্থাতেও নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন রাসেলের স্ত্রীর ফটোশুট,ফিরে দেখা সেই ভাইরাল অ্যালবাম
বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরশাহিতে ব্যস্ত রয়েছেন ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসে। কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। কিন্তু এবছরের আইপিএল মোটেও ভাল যায়নি রাসেলের। লাগাতার অফ ফর্ম চোটের কারণে বাদ পড়তে হয় টিম থেকে। রাসেলকে নিয়ে জানার বিষয় উৎসাহ রয়েছে সকললের। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার উৎসাহ থাকে সকলেরই। রাসেল ও তার সুপার হট অ্যান্ড সেক্সি স্ত্রী জেসিম লোরার নানান বিষয় নিয়ে জানার বিষয়ে উৎসুখ হয়ে থাকেন সকলেই। তাদের ও একটি কন্যা সন্তানও রয়েছে। চলুন আজ আপনাদের রাসেলে স্ত্রীর প্রেগনেন্ট থাকাকীলন এমন কিছু ফোটশুট যা ঝড় তুলেছিল নেট দুনিয়ায়।
| Published : Oct 27 2020, 07:54 PM IST / Updated: Oct 27 2020, 09:31 PM IST
- FB
- TW
- Linkdin
)
চলতি বছরের জানুয়ারি মাসে কেকেআর কারকা আন্দ্রে রাসেল ও জেসিম লোরার পরিবারের আসেন নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন জেসিম লোরা। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
ক্যারেবিয়ান তারকা নিজেই সোশাল মিডিয়ায় বাবা হওয়ার খবর প্রথম খবর জানান। তারপরই শুভেচ্ছার জোয়ারে ভাসেন তারকা ক্রিকেটার ও তার মডেল স্ত্রী। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
প্রেগনেন্ট থাকাকালীন নিজের বেশ কিছু ফটো শুট করেছিলেন জেসিম লোরা। যা সোশাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যে। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
এই ছবিটি তোলার সময় মাত্র দুই মাসের সন্তান সম্ভবা ছিলেন রাসেলের স্ত্রী জেসিম লোরা।। ছবিটিতে তাকে উজ্জ্বল এবং প্রাণবন্ত ও সুন্দরী দেখাচ্ছে। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
এমনিতে খুবই হট ও সেক্সি রাসেলের স্ত্রী। কিন্তু এই ছবিটিতে তাকে খুবই মিষ্টি ও কিউট দেখায়। কালো পোষাকে এই ছবি নেট দুনিয়ায় সকলের মন চুরি করেছিল। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
এই ছবিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল রাসেলের স্ত্রীর বেবি বাম্প। জেসিম লোরার বেবি বাম্প ধরে এই ছবিটিও খুবি পছন্দ করেছিলেন তার ও আন্দ্রে রাসেলের অনুগামীরা। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
হটনেস তার রন্ধ্রে রন্ধ্রে। তাই প্রেগনেন্ট অবস্থাতেও সকলকে তার রূপের মোহে আকৃষ্ট করতে সমস্যা হয়নি। এই ছবিটিতে তাকে খুবই সুন্দরী ও হট দেখায়। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
প্রেগনেন্ট অবস্থায় একই পোষাকে আরও একটি ছবি শেয়ার করেছিলেন জেসিম লোরা। যা খুবই পছন্দ করেছিলেন নেটাগরিকরা।মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল ছবিটি। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
সমুদ্র তটেও প্রেগনেন্ট অবস্থায় ফটো শুট করেছিলেন সেজিম লোরা। ছবি তোলা যা তার নেশা। গর্ভবতী অবস্থায় এই ছবিটি তার সবথেকে সেরা ছবিদের মধ্যে অন্যতম। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
কন্যা সন্তান হওয়ার পরও ফটো সন্তানকে নিয়ে একই কালো পোষাকে ছবি তুলেছিলেন জেসিম লোরা। যেই ছবি দেখে শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন তিনি। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
এছাড়াও মেয়েকে নিয়ে নানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মা হওয়ার পরও জেসিম লোরা যেভাবে নিজের ফিগার ধরে রেখেছেন তার প্রশংসা করেন সকলেই। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
)
এমনিতেও পেশায় মডেল রাসেলের স্ত্রী জেসিম লোরা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তিনি। নিজের হট ও সেক্সি ছবি প্রায়শই শেয়ার করেন তিনি। তান ফলোয়ার্সেরও সংখ্যাও আকাশছোঁয়া। বর্তমানে মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম