- Home
- Sports
- Cricket
- এক সময় তার রূপে পাগল ছিল আরবের শেখরা, বর্তমানে পর্দার আড়ালেই জীবন কাটে ইরফান পাঠানের স্ত্রীর
এক সময় তার রূপে পাগল ছিল আরবের শেখরা, বর্তমানে পর্দার আড়ালেই জীবন কাটে ইরফান পাঠানের স্ত্রীর
- FB
- TW
- Linkdin
নিজের থেকে ১০ বছরের ছোট সাফা বেগকে বিয়ে করেন ইরফান পাঠান। বিয়ের পর থেকেই নিজের বউকে পর্দার পেছনে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক বার ট্রোলড হতে হয়েছে তাকে। বিয়ের পর থেকে পর্দার পেছনেই দেখা গিয়েছে সাফা বেগকে।
সাফা বেগ হায়দরাবাদের বাসিন্দা হলেও, তার বেড়ে ওঠা সৌদি আরবে। ছোট বেলা থেকে বিদেশেই মানুষ তিনি। আন্তর্জাতিক ভারতীয় স্কুলে পড়াশোনা করেন তিনি।
কিন্তু প্রথম থেকে পর্দার পেছনে তিনি থাকতেন না। বিয়ের আগে সৌদি আরবে পেশায় মডেল ছিলেন সাফা বেগ। তার রূপ মুগ্ধ করত সকলকেই।
২০১৬ সালে সকলকে চমক দিয়ে সাফা বেগকে বিয়ে করেন ইরফান পাঠান। কিন্তু বিয়ের পর থেকেই বারবার সংবাদ শিরোনামে থেকছেন পাঠান। বউকে পর্দার পিছনে রাখা থেকে নানা কারণে তাকে ট্রোলড হতে হয়েছে।
দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল ইরফান পাঠানের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে খুব কাছের ক্রিকেটার বন্ধুরা ও কেবল মাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। বিয়ের পর বড়োদাতেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
ইরফান পাঠানের স্ত্রী খুবই সুন্দরী। মডেলিংয়ের পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে পূর্ব এশিয়ার একাধিক ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছিল। তার সৌন্দর্য পাগল ছিলেন সকলেই। সোশ্য়াল মিডিয়া ও গুগলে সাফা বেগের এমন একাধিক ছবি পাওয়া যায়।
কিন্তু বিয়ের পর থেকে গ্লামার দুনিয়া থেকে একেবারে দূরে সরে আসেন সাফা বেগ। খুব একটা দেখাও যায় না তাকে। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে পর্দার পেছনে দেখা যাওয়ার ইরফান পাঠানের সমালোচনাও করেছিলল নেট দুনিয়া।
এছাড়াও ইরফান পাঠান ও তার দাদা ইউসুফ পাঠানের একাধিক কনজারভেটিভ চিন্তাভাবনার জন্য সমালোচিত হতে হয়। তবে দাম্পত্য় জীবনে স্বাংী-স্ত্রী মধ্যে খুব একটা বিবাদের খবর সামনে আসেনি। মেয়ে ও স্ত্রীকে দাম্পত্য জীবন উপভোগ করছেন ইরফান পাঠান।