৪ শিশু সহ ১০ জন করোনা আক্রান্ত, ভয়ঙ্কর পরিস্থিতি অশ্বিনের পরিবারে
- FB
- TW
- Linkdin
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অনবদ্য বোলিংও করছিলেন। কিন্তু মাঝ পথেই বিরতি ঘোষণা করেছিলেন অশ্বিন।
জানা যায় পরিবারের একাদকি সদস্য করোনা আক্রান্ত ও দেশের করোনা পরিস্থিতির কথা বিচার করে আইপিএল থেকে সড়ে দাঁড়ান অশ্বিন। পরিবারের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অশ্বিন।
অশ্বিনের পরিবারের খবর জানতে উদ্বিগ্ন ছিল সকলেই। পরিবারের সদস্যরা কেমন আছেন তা জানতে চাইছিলেন তারকা ক্রিকেটারের ভক্তরা। অবশেষে অশ্বিনের স্ত্রী জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
অশ্বিনের স্ত্রীর প্রীতির ট্যুইট থেকে পরিবারের ১০ জনের করোনা আক্রান্তের খবর জানতে পেরে উদ্বিগ্ন সকলেই। কী কারণে অশ্বিন তড়িঘড়ি আইপিএল থেকে বিরতি নিয়েছিলেন তাও পরিষ্কার হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ও অশ্বিনের ফ্যানেরা সকলেই খুব দ্রুত পরিবারের সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে অশ্বিনককে সুস্থ ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।