- Home
- Sports
- Cricket
- এই 'গ্ল্যামার কুইনের' জন্যই আইপিএল ২০২০ জিততে চায় ডেভিড ওয়ার্নাররা, জানুন কে এই মোহময়ী
এই 'গ্ল্যামার কুইনের' জন্যই আইপিএল ২০২০ জিততে চায় ডেভিড ওয়ার্নাররা, জানুন কে এই মোহময়ী
- FB
- TW
- Linkdin
যেই সুন্দরী রমনীর জন্য আইপিএল ট্রফি জিততে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ দল তার নাম কাভেয়া মারান।
কাভেয়া মারান সানরাইজার্স হায়দরাবা দলের অন্যতম মালিক। চিনি নেটওয়ার্কের মালিক কালানিধি মারানের কন্যা।
সান নেটওয়ার্ক শুধু ভারতের নয়, এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ মিডিয়া কোম্পানিগুলির মধ্যে অন্যতম। তাদের একাধিক চ্যানেল, এফএম স্টেশন রয়েছে। তাদের মধ্যে অন্যতম সান টিভি ও জেমিনি টিভি।
কাভেয়া মারানের মা কাবেরী মারান জয়েন্ট ম্য়ানেজিং ডিরেক্টর অফ সান নেটওয়ার্ক। তিনি ভারতের সব থেকে বেশি অর্থ উপার্জনকারীদের মধ্যে অন্যতম।
কাভেয়া মারান ১৯৯২ সালের ৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি এমবিএ পাশ করে পরিবারের ব্যবসায় মনোনিবেশ করেন।
বর্তমানে কাভেয়া সান মিউজিক, সান টিভি, সান নেটওয়ার্কের দায়িত্বে রয়েছেন। এছাড় সানরাইজার্স হায়দরাবাদ দলের দায়িত্বেও তিনি রয়েছেন।
আইপিএল নিলামে ও সানরাইজার্স হায়দরাবাদের প্রতিটি ম্য়াচে তাকে মাঠে দেখা যায়। তার রূপে মুগ্ধ সকলকেই।
দলের জয়ে বা পরাজয়ে সবসময় পাশে থাকেন তিনি। মাঠে তাকে দলের আনন্দের সময় উল্লাস করতেও দেখা যায়। দলের সকলকেই তাকে খুব পছন্দ করেন ও সম্মান করেন।
বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল। আর দুটি ম্যাচ জিতে কাভেয়া মারানকেই আইপিএল ট্রফি উপহার দিতে চান ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, রাশিদ খানরা।