মুম্বই-দিল্লির মেগা ফাইনাল, জেনে নিন কোন তারকারা হতে পারেন গেম চেঞ্জার
আইপিএল ২০২০-র মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে মরিয়া দুই দল। ফাইনালে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়রের দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা নিজেদের দিনে একাই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তো চলুন দেখা যাক আইপিএল ফাইনালে কোন তারকারা হতে পারে গেম চেঞ্জার।
- FB
- TW
- Linkdin
শিখর ধওয়ান-
মুম্বইয়ের বিরুদ্ধে প্লে অফের প্রথম ম্যাচে খাতাই খুলতে পারেননি শিখর ধওয়ান। প্লে অফের দ্বিতীয় ম্যাচে আরসিবির সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন গব্বর।
শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও প্রতিযোগিতার প্রথম দিকে দুরন্ত ছন্দে ছিলেন শ্রেয়স আইয়র। কিন্তু পরের দিকে দলের সঙ্গে সঙ্গে নিজের ফর্মও পড়েছে শ্রেয়সের। ফাইনালে নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন দিল্লি অধিনায়ক।
মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। সানরাইজার্সের বিরুদ্ধেও ৩৮ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন স্টয়নিস। ফাইনালেও স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা।
রবিচন্দ্রন অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। প্লে অফে মুম্বইয়ের বিরুদ্ধেও নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু হায়দরাবাদের হায়দরাবাদের বিরুদ্ধে উইকেট পাননি অশ্বিন। ফাইনালে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।
কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। সানরাইজার্সের বিরুদ্ধে শেষ ম্য়াচে নিয়েছেন ৪ উইকেট। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।
আনরিখ নকিয়া-
রাবাডার পাশাপাশি দিল্লি ক্যাপিটালস দলের পেস অ্যাটাকের আরেক ভরসা নকিয়া। কিন্তু শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে কোনও উইকেট পাননি তিনি। ফাইনালে ফের আগুনে বোলিং করতে মুখিয়ে রয়েছেন তিনি।
রোহিত শর্মা-
চোটে সারিয়ে গ্রুপ লিগের শেষ ম্য়াচে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। কিন্তু গ্রপ লিগের শেষ ম্যাচ ও প্লে অফে দিল্লির বিরুদ্ধে রানে ফিরতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে বড় রান করতে মুখিয়ে রয়েছেন হিটম্যান।
কুইন্টন ডিকক-
মুম্বই ইন্ডিয়ান্স দলের ওপেনিংয়ের অন্যতম ভরসা। একইসঙ্গে উইকেটের পিছনেও সামলাচ্ছেন দায়িত্ব। প্রথম কিছু ম্যাচে রান না পেলেও, পরের দিকে লাগাতার ভাল ইনিংস খেলেছেন তিনি। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধেও করেছিলেন ৪০ রান। ফাইনালে বড় রান করতে মরিয়া প্রোটিয়া তারকা।
সূর্যকুমার যাদব-
মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারের সেরা ভরসাযোগ্য ব্যাটসম্যানের নাম সূর্যকুমার যাদব। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলেছেন অনবদ্য ইনিংস। শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৫১ রান। ফাইনালেও তার ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।
কায়রন পোলার্ড-
রোহিত শর্মার অনুপস্থিতে দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন ক্যারেবিয়ান তারকা কায়রন পোলার্ড। ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। ফাইনালেও পোলার্ডের বিধ্বংসী ইনিংস দেখার মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা।
ট্রেন্ট বোল্ট-
মুম্বই ইন্ডিয়ান্স দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন ট্রেন্ট বোল্ট। প্লে অফের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে নিয়েছিলেন ২ উইকেট। ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা আরও একবার উজার করে দিতে চাইছেন বোল্ট।
জসপ্রীত বুমরা-
জসপ্রীত বুমরাও শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে পাররেননি। শেষ ম্যাচেও ৪ উইকেট নিয়ে দুরন্ত বোলিং করেন বুম বুমরা। ফাইনালে আরও একবার দিল্লির বিরুদ্ধে আগুনে বোলিং করতে মুখিয়ে রয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট।