'ভরসা রাখুন, সাফল্য আসবেই', জামশেদপুর বধের রণনীতি তৈরির পাশাপাশি বার্তা লাল-হলুদ কোচের
First Published Dec 10, 2020, 12:06 PM IST
আজ ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল অভিযানের শুরুটা একেবারেই ভালো হয়নি রবি ফাউলার ও তার দলের। হারের হ্যাটট্রিক করে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে লাল-হলুদ শিবির। আজ চতুর্থ ম্য়াচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল প্লেয়াররাও। জামশেদপুর বধের রণনীতি তৈরির পাশাপাশি সমর্থকদের গলের উপর আস্থা ও বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন রবি ফাউলার।

পরপর তিন ম্যাচে শুধু হারই নয়, এসসি ইস্টবেঙ্গলকে হজম করচে হয়েছে ৭টি গোল। এখনও গোলের মুখও খুলতে পারেননি পিলকিংটন, বলবন্ত, মাঘোমারা। ফলে আজ জামশেদপুরের বিরুদ্ধে প্রথম গোল করাই লক্ষ্য লাল-হলুদ কোচের। ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

নিজের দলের উপর এখনও ভরসা রাখছেন লিভারপুল কিংবদন্তী। জামশেদপুরের বিরুদ্ধে প্রথমে গোল করতে পারলেই সম্পূর্ণ অন্য এসসি ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন বলে আশ্বস্ত করেছেন রবি ফাউলার। ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন