এক পয়েন্ট বাড়িয়েছে আত্মবিশ্বাস, এবার হায়দরবাদ বধের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড
প্রথম তিন ম্যাচে হার, হজম করতে হয়েছিল ৭ গোল। অবশেষে জামসেদপুরের বিরুদ্ধে এসেছে বহু আইএসএলের প্রথম পয়েন্ট পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। প্রায় ৭০ মিনিটে ১০ জনে খেলেও, জামশেদপুরের মত শক্তিশালী দলকে রুখে দেওয়ায় তার দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে মনে করছেন লাল-হলুদের কোচ রবি ফাউলার। এই পরিস্থিতিতে আজ প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত দল হায়দরাবাদ এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কঠিন হলেও আজ ম্যাচ জিতে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।
- FB
- TW
- Linkdin
জামশেদপুরকে ১০ খেলে রুখে দেওয়ার পর থেকেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার দলটার শরীরি ভাষা অনেকটাই বদলে গিয়েছে। অনুশীলনে হায়দরাদের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না লাল-হলুদ প্লেয়াররা। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
একটা পয়েন্ট দলকে অনেকটা চাঙ্গা করে দিয়েছে। দলের প্রতিটি প্লেয়ারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারলে জয় আসাটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন লাল-হলুদ প্লেয়ার থেকে কোচ। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
হায়দরাবাদ এবারের আইএসএলের অন্যতম কঠিন দল। তারা এখনও প্রতিযোগিতায় অপরাজিত। কিন্তু হায়দরবাদকেই হারিয়ে মরসুমে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া ফাউলারের দল। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
নিজের দলে প্রতি বিশ্বাস অটুট লিভারপুল কিংবদন্তীরও। তার দলের প্রতিটি প্লেয়ারকে যোদ্ধা বলে আখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, "আমাদের ছেলেরা প্রত্যেকে একজন যোদ্ধা। শেষ ম্যাচে সেটাই প্রমাণ করেছে ওরা। দলের ইউনিটি দুরন্ত। আমাদের স্পিরিট এবার বোঝা যাচ্ছে।" ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
ড্যানি ফক্সও আগের থেকে অনেকটা সুস্থ। তবে আজকের ম্যাচে না কেলার সম্ভাবনাই বেশি। অপরদিকে লিংডোকেও কার্ড সমস্যার জন্। পাবেন না ফাউলার। তারপরও হায়দরাবাদ ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিতে চাইছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
তবে গোল করার লোকের অভাব এখনও চিন্তায় রেখেছে রবি পাউলারকে। বলবন্ত, জেজেরা নিজেদের সেরা ফর্মে নেই। পিলকিংটন ভালো ফুটবল খেললেও এখনও গোল পাননি। তবে গোল পেয়ে গেলে যে সম্পূর্ণ অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে, সেই কথা জানিয়ে দিয়েছেন ফাউলার। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
হায়দরবাদ ম্যাচের অনুশীলনে নিজেদের উজার করে দিয়েছেন লাল-হলুদ ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ দলগত ফুটবল খেলেই প্রথম জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন পিলকিংটন, মাঘোমা, স্টেউনম্যানরা। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
তিন ম্যাচ পর দল প্রথম পয়েন্ট পাওয়ায় নতুন করে আশায় বুক বাঁধছেন শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা। হায়দরাবাদের বিরুদ্ধে প্রিয় দলের প্রথম জয় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন লাল-হলুদ সমর্থকরা। ছবি সৌজন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার