- Home
- West Bengal
- Kolkata
- রাজ্যে হাজার ছুঁতে চলেছে করোনার দৈনিক সংক্রমণ, পুজোর পর কলকাতা নিয়ে বাড়ছে উদ্বেগ
রাজ্যে হাজার ছুঁতে চলেছে করোনার দৈনিক সংক্রমণ, পুজোর পর কলকাতা নিয়ে বাড়ছে উদ্বেগ
দুর্গাপুজোর পরই রাজ্যে ফের বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে দৈনিক সংক্রমণ। ইতিমধ্যেই ফের দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। তার মধ্যে উদ্বের বাড়াচ্ছে কলকাতা। কারণ সেখানে একদিনেই সংক্রমণ আড়াইশো ছাড়িয়ে দিয়েছে। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা।
| Published : Oct 25 2021, 11:50 AM IST / Updated: Oct 25 2021, 12:23 PM IST
- FB
- TW
- Linkdin
দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) আশঙ্কা বাড়িয়ে একদিনে ৩০০ ছুঁইছুঁই কলকাতায়। অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার সংক্রমণ কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় হাজার ছুঁতে চলেছে।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৯জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৭৩। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫৫।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২৮ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৮৮২।
রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পংয়ে। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২। তারপর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং।
২৪ ঘণ্টায় মালদহে আক্রান্তের সংখ্যা ৩, উত্তর দিনাজপুরে ৪, আলিপুরদুয়ারে ৫, কোচবিহারে ১৪, দক্ষিণ দিনাজপুরে ২৩, জলপাইগুড়িতে ২৪ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৩৬ জন।
জেলার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায়। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৪৬ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হুগলি ও হাওড়া। হুগলিতে আক্রান্তের সংখ্যা ৮৯। আর হাওড়ায় আক্রান্ত ৮৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। দুটি জেলাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। আর তারপরই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ জন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, নদিয়ায় ১ জন, হুগলিতে ২ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন ও কলকাতায় ২ জনেক মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২৮ জন।
কলকাতার পাশাপাশি হুগলিতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একদিনে হুগলির উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাস্ক না পরায় উত্তরপাড়া ও ডানকুনি থেকে ইতিমধ্যেই বিপুল পরিমাণ মানুষকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও সাধারণ মানুষের হুঁশ ফিরছে না।