- Home
- West Bengal
- Kolkata
- আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ দুই বঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও
আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ দুই বঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও
- FB
- TW
- Linkdin
শনিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। বেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যজুড়ে।
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।
শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার আরও একটু বৃষ্টি বাড়বে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার থেকে।
দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ২৪ ঘণ্টায়।
অপরদিকে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে আগামী কয়েকদিনে। এর প্রভাবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ ডান দিকে সরে যাচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা। বানভাসি হাওড়া এবং হুগলির এলাকা। উদয়নারায়নপুরের ১১ টি গ্রাম পঞ্চায়েত জলে ডুবে।
নিম্নচাপের ভারী বৃষ্টির জেরে বানভাসি অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পুর এলাকার পাশাপাশি জলের তলায় গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তারই মাঝে ফের বৃষ্টি পূর্বভাসে বাড়ল আশঙ্কা।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।
অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। সর্বনিম্ন ৬৫ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।