- Home
- West Bengal
- Kolkata
- ২-৩ ঘন্টার মধ্য়ে প্রবল বর্ষণ কলকাতায়, টানা বৃষ্টিতে পারদ নেমে স্বস্তি ফিরল শহরে
২-৩ ঘন্টার মধ্য়ে প্রবল বর্ষণ কলকাতায়, টানা বৃষ্টিতে পারদ নেমে স্বস্তি ফিরল শহরে
- FB
- TW
- Linkdin
হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস কলকাতা এবং তার পাশ্ববর্তী জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
মৌসুমী অক্ষরেখা রাঁচি, বালাশোর হয়ে বঙ্গপোসাগর সাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি হবে।
ভারী বৃষ্টি হবে উপকূলের দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
নিম্নচাপ যেহেতু বঙ্গোপসাগরে আছে তাই ২৫ জুলাই অবধি মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে গেছে, তাঁদেরকে ফিরে আসতে বলা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।
অপরদিকে শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৫শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।