কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯৪, তবুও চিন্তা বাড়াচ্ছে কোভিডের নয়া স্ট্রেন
First Published Jan 4, 2021, 9:21 AM IST
কলকাতা সহ রাজ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। তবে চিন্তা বাড়াচ্ছে লন্ডন ফেরত ২০ জনের নিরুদ্দেশে। এদিকে ইতিমধ্যেই লন্ডন থেকে কলকাতায় ফিরে ৩ জন কোভিডের নিউ স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে আগাম প্রস্তুত আইডি হাসপাতাল। খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৪ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৪,০১০ জন। তাহলে বাংলায় কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২৬ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৮ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৭ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৭৯২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২,৯৭২।

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৪ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৪,০১০ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৫৪,৯৭৫ জন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন