কোভিড সংক্রমণে ৫ লাখ পার করল বাংলা, একাধিক মৃত্যু কলকাতায়
First Published Dec 7, 2020, 8:49 AM IST
কোভিডে এখনও সবার চেয়ে এগিয়ে কলকাতা। পিছনে পিছনেই উত্তর ২৪ পরগণা, তারপরে যে সকল জেলা আছে তাঁদের সঙ্গে প্রায় ৬০০ জনের উপরে ফারাক। আর সেটাই আশঙ্কা বাড়াচ্ছে। অপরদিকে যে বা যিনি আক্রান্ত হচ্ছেন তিনি হয়তো সেভাবে টেস্টও করাচ্ছেন না। নেই বাধ্যতামূলক পরিষেবা। তাই তিনি নিজের অজান্তেই সংক্রমণ ছড়াচ্ছেন। এমনটাই দাবি শহরবাসী। যার ফল হিসেবে প্রতিদিন বেড়ে চলেছে মোট আক্রান্তের সংখ্যা। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১০জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৫ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,৭২৩ জন।

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮৮ জন থেকে বেড়ে ফের ৮১৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১১,৫৫৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫০২,৮৪০ জন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন