কোভিডে ফের মৃত্যু বাড়ল কলকাতায়, কমল সুস্থ হওয়ার সংখ্যাও
| Published : Dec 10 2020, 08:37 AM IST
কোভিডে ফের মৃত্যু বাড়ল কলকাতায়, কমল সুস্থ হওয়ার সংখ্যাও
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
শহরে কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল চলছে। প্রথম ডোজ নেওয়ার পরে সুস্থও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৭ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১২ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,৮৬৭ জন।
25
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৩ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১৩,৬১১ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫১০,৯৫১ জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭২৯ জন থেকে বেড়ে ৭৪৬ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও সেই বরাবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৯৫৬ জন।
45
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৩ হাজার ৮৯৪ থেকে কমে ২৩ হাজার ৬৫০ জন ।
55
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭০,২২৩ জন থেকে ৪৭৮,৪৩৪ জন। সুস্থতার হার ৯৩.৬৪ শতাংশ।