মেট্রোয় উঠে যাচ্ছে ই-পাস, দূরপাল্লার বগিতে আরামদায়ক সাইড বার্থ, জোড়া উপহার রেলের
First Published Dec 14, 2020, 12:46 PM IST
সোমবার থেকে কলকাতা মেট্রোর সংখ্যা বাড়ছে। সবথেকে বড় সুখবরটা হল, রবিবার থেকে আর লাগবে না ই-পাস। দিনভোর পুরুষ যাত্রীরাও যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এরই পাশাপাশি আরও একটি ভাল খবর, দূরপাল্লার যাত্রীদের জন্য। এবার রেল পরিষেবায় সাইড বার্থে একটি নতুন ফিচার যুক্ত করেছে। এনিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

সোমবার থেকে কলকাতা মেট্রোর সংখ্যা বাড়ছে। রবিবার সারাদিন চলেছিল ২০৪ টি, সেখানে এবার ট্রেন বেড়ে হচ্ছে ২১৬ টি। ট্রেনের সংখ্যা বাড়ায় সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে কমছে ৭ মিনিট অন্তর ট্রেন মিলবে।

সবথেকে বড় সুখবরটা হল, রবিবার থেকে আর লাগবে না ই-পাস। দিনভোর পুরুষ যাত্রীরাও যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন