ভ্যালেনটাইন ডে-র দিনেই কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০, মাথায় হাত প্রেমিকদের
রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল। ভ্যালেনটাইন ডে-র দিন সাতসকালেই প্রেমিকদের উপর বাড়ল চাপ। সস্তার সফর আর নেই কপালে। তাই রবিবার গার্লফেন্ডের মন জয় করতে দূরের সফর কতটা করবে বাইক-চারচাকাধারী প্রেমিকরা, তা নিয়ে সন্দেহ বাড়ল। এদিকে সামনেই ২০২১ এর নির্বাচন। আর তার আগেই পেট্রোলের দাম বাড়ল। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০ টাকায়।
15

রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল। ভ্যালেনটাইন ডে-র দিন সাতসকালেই প্রেমিকদের উপর বাড়ল চাপ।
25
কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০ টাকায়, বাড়ল ডিজেলেরও দাম।
35
এই নিয়ে টানা ৬ দিন বাড়ল তেলের দাম। রবিবার শহরে আইওসি পেট্রোল পাম্পে লিটার পিছু ২৮ পয়সা বেড়ে পেট্রোল বেড়ে হল ৯০. ১ টাকা।
45
সস্তার সফর আর নেই কপালে। তাই রবিবার গার্লফেন্ডের মন জয় করতে দূরের সফর কতটা করবে বাইক-চারচাকাধারী প্রেমিকরা, তা নিয়ে সন্দেহ বাড়ল।
55
এই পরিস্থিতি কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করেছেষ ফলে পেট্রোলের দর আরও বাড়তে পারে।
Latest Videos