সল্টলেকে দুর্গাপুজোর উদ্ধোধন করলেন অমিত শাহ, দেখুন সেই ছবি
পুজো উদ্ধোধন করতে মঙ্গলবারই কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাতে সল্টলেকের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীদের মত বিজেপি নেতারাও। হেভিওয়েট শাহের পুজো উদ্বোধন ঘিরে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছিল গোটা চত্বর।
16

বিজে ব্লকের পুজোর উদ্ধোধনে অমিত শাহ
26
বিজেপি সভাপতিকে দেখতে জনতার ভিড়
36
মা দুর্গাকে নতমস্তকে প্রনাম অমিতের
46
অমিতের সঙ্গে হাজির বিজেপির অন্যান্য নেতারাও
56
বিজে ব্লকের মণ্ডপে কড়া নিরাপত্তা
66
বিজে ব্লকের পক্ষ থেকে বিজেপি সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান হয়
Latest Videos