- Home
- West Bengal
- Kolkata
- ফুলবাগান-মেট্রোর উদ্বোধনে ডাক পাননি মমতা, কেন্দ্র-রাজ্য়ের সংঘাতে যাবেন না সুদীপও
ফুলবাগান-মেট্রোর উদ্বোধনে ডাক পাননি মমতা, কেন্দ্র-রাজ্য়ের সংঘাতে যাবেন না সুদীপও
- FB
- TW
- Linkdin
যত ভোট এগিয়ে আসছে, ততই কেন্দ্র-রাজ্য়ের সংঘাতও বেড়ে চলেছে। কখনও করোনা ইস্যু, কখনও আবার হাথরস গণধর্ষণ কাণ্ড। তবে এবার সেসব হার মানিয়ে এবার স্থান পেল ইস্ট-ওয়েস্ট ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্ধোধনে রাজ্য়ের মুখ্যমন্ত্রীরই ডাক না পাওয়া। আর এরপরেই উদ্ধোধনী অনুষ্ঠানে যাবেন না, সাফ জানালেন সুদীপ।
দীর্ঘ ২৫ বছর পরে আবার নতুন করে চালু হবে পাতালে কোনও স্টেশন। এবার জুড়তে চলেছে ফুলবাগান, পাতাল পথে মেট্রো পরিষেবায়। রবিবার উদ্ধোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট ফুলবাগান মেট্রো। ভার্চুয়ালি ওই স্টেশনের উদ্ধোধন করবেন কেন্দ্রীয় রেল মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত বাবুল সুপ্রিয়। আমন্ত্রন পেয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তবে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই সেখানে আমন্ত্রন জানানো হয়নি। এরপরেই সুদীপ বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন তিনি উদ্ধোধনী অনুষ্ঠানে থাকবেন না।
শহর কলকাতায় দীর্ঘ ২৫ বছর পরে আবার নতুন করে চালু হবে পাতালে কোনও স্টেশন। তাই কেএমআরসিএল এবং কলকাতা মেট্রো রেল উভয় পক্ষই উত্তেজিত কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ঘিরে।
উল্লেখ্য়, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। কথা ছিল ৩ মাস আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন। তবে করোনা এসে সেই পরিকল্পনা ভেস্তে গেল। তবে ভেতরে ভেতরে সব প্রস্তুতি সেরে রাখা হয়েছিল।
সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়ার পরেই ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করবে। এই অংশে সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা চলছে প্রতি মুহূর্তে।এছাড়া স্বয়ংক্রিয় বাকি সমস্ত পরীক্ষার কাজ শেষ বলে সংস্থা সূত্রে খবর।