বার্ড ফ্লু নিয়ে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর, জারি করা হল একাধিক নির্দেশিকা
একের পর এক সমস্যার সন্মুখীন সাধারণ, করোনার দাপটের মাঝেই এবার বাড়তে শুরু করল বার্ড ফ্লু। তাই তড়িঘড়ি একাধিক নির্দেশিকা জারি করা হল রাজ্য স্বাস্থ্য দফতর থেকে। সেখানে কী কী নিয়মের উল্লেখ রয়েছে, জেনে নিন..
18

পোলট্রিতে কাজ করার সময় পরে থাকতে হবে পিপিই। পাশাপাশি সতর্ক থাকতে হবে হাত মুখ নিয়েও। তাই পরতে হবে ফেসশিল্ড।
28
জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। পরে থাকা জিনিস ফেলে দিতে হবে।
38
সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে।
48
কাজের সময় কোনও কিছু খাওয়াতে কড়া নিশেধাজ্ঞা।
58
অনেক পাখি বা মুরগি মারা গেলে তৎক্ষণাৎ তা জানাতে হবে প্রাণী সম্পদকে। জানাতে হবে স্বাস্থ্য দফতরকেও।
68
ইনফ্লুয়েঞ্জা প্রতিশেধক খাওয়া জরুরী, যদি সংক্রমক এলাকাতে যাওয়া হয়।
78
মুরগি ও পাখিদের স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখতে হবে। পরীক্ষা করাতে হবে।
88
তবে উদ্বেগের কোনও কারণ নেই বর্তমানে। নিয়ম মেনে চললেই তা কন্ট্রোলে রাখা সম্ভব বলেই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
Latest Videos