রোদে পোড়া ত্বকের সমস্যা দূর হবে অ্যালোভেরার গুণে, রইল ১০টি প্যাকের হদিশ
- FB
- TW
- Linkdin
অ্যালোভেরা সরাসরি ত্বকে লাগানো যায়। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। এবার এটি একটি পাত্রে ঢালুন। ভালো করে মেশান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই গাছের পাতায় থাকে একাধিক উপকারী উপাদান। যা ত্বকে ট্যান নিমেষে দূর করে।
অ্যালোভেরা ও টি ট্রি অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান টি ট্রি অয়েল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের মুহূর্তে দূর হবে ট্যানের সমস্যা। নিয়মিত ব্যবহার করতে পারেন এই প্যাক।
মধু ও অ্যালোভেরা দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে মুহূর্তে দূর হবে ট্যানের সমস্যা। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
ল্যাভেন্ডা অয়েল ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। এর সঙ্গে মেশান ল্যাভেন্ডা অয়েল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক একদিকে যেমন ট্যান দূর করে তেমনই ত্বকের সকল ঘাটতি দূর হবে।
ভিটমিন ই ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। এর সঙ্গে মেশান ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি রোদে পোড়া ত্বকের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বকের ট্যান দূর হবে।
হলুদ ও অ্যালোভেরা জেলের গুণে ট্যান দূর করতে পারেন। একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে মেশান হলুদ বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি রোদে পোড়া ত্বকের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বকের ট্যান দূর হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক লাগাতে পারেন।
গমের তেল ত্বকের জন্য বেশ উপকারী। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান গমের তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। এই প্যাকের গুণে মুহূর্তে দূর করবে ট্যানের সমস্যা।
নারকেল তেল ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। একটি পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে তার সঙ্গে নারকেল তেল মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে নিন। এই প্যাকের গুণে মুহূর্তে দূর করবে ট্যানের সমস্যা।
পাতিলেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। এবার মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। মুহূর্তে দূর হবে ট্যানের সমস্যা। সপ্তাহে তিন দিন মতো লাগাতে পারেন এই প্যাক।
ট্যান তুলতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও দইয়ের প্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ দই ও জেল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে অ্যালোভেরা জেল বের করে নিন। এবার দই ও অ্যালোভেরা জেল ভালো করে মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।