রইল তৈলাক্ত ত্বক ভালো রাখার ১০টি উপায়, দূর হবে ব্রণ থেকে তেলতেলে ভাব
- FB
- TW
- Linkdin
ব্রণ-র (Acne) প্রধান কারণ হল রোমকূপে জমে থাকা নোংরা। এই নোংরা থেকে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই ত্বকের যত্ন নিতে সবার আগে ভালো করে ত্বক পরিষ্কার করুন। দিনে দুবার সঠিক ফেসওয়াস ব্যবহার করে ত্বক পরিষ্কার করবেন। চাইলে ঘরোয়া উপায় ত্বক পরিষ্কার করতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বেসন।
তৈলাক্ত ত্বকের যত্ন শসা বেশ উপকারী। শসা ও টমেটো (Tomato) দিয়ে প্যাক বানাতে পারেন। শসা গ্রেট করে রস বের করে নিন। এর সঙ্গে মেশান টমেটোর ভিতরের অংশ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। নিয়মিত এই প্যাক ব্যবহার ট্যান দূর হবে।
তৈলাক্ত ত্বকে সহজেই ট্যান (Tan) পড়ে। সেই ট্যান তুলতে দুধ ও পাতিলেবু প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে কাঁচা দুধ নিন। এতে মেশান কয়েক ফোঁটা পাতিলেবুর রস (Lemon)। ভালো করে মিশিয়ে নিন। প্যাকটি মুখে, গলা ও হাতে লাগান। প্রতিদিন এই প্যাক লাগাতে পারেন। দুধের গুণে যেমন ত্বক নরম হবে, তেমনই পাতিলেবুর গুণে ত্বক উজ্জ্বল হবে। সঙ্গে দূর হবে ট্যানের সমস্যা। চাইলের এর সঙ্গে চন্দন বাটাও মেশাতে পারেন।
ব্যবহার করতে পারেন ঘরোয়া ক্লিনজার (Cleanser)। লেবুর রস ও মধু মিশিয়ে ক্লিনজার তৈরি করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী এই ক্লিনজার। পাতিলেবুর রসের সঙ্গে সম পরিমাণ মধু মিশিয়ে নিন। এটা তুলোয় করে মুখে লাগান। উপকার পাবেন।
তৈলাক্ত ত্বকের উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন চন্দন ও বেসনের প্যাক। একটি পাত্রে বেসন নিয়ে তাতে মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে মেশাতে পারেন ময়দা। সামান্য জল দিয়ে প্যাক বানান। চাইলে জলের বদলে দুধ (Milk) দিতে পারেন। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন। এই প্যাক ব্যবহারে রোমকূপে জমে থাকা নোংরা দূর হবে। সঙ্গে ত্বক উজ্জ্বল হবে।
তৈলাক্ত ত্বক উজ্জ্বল ওটস উপকারী। ওটস ও মধু মিশিয়ে প্যাক বানাতে পারেন। ওটস (Oats) ভালো করে গুঁড়ো করে নিন। এর সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাক লাগান মুখে। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হয়।
ব্যবহার করতে পারেন ডিমের (Egg) সাদা অংশ। তৈলাক্ত ত্বকের জন্য ডিমের সাদা অংশ বেশ উপকারী। একটা পাত্রে ডিমের সাদা অংশ নিন। তুলোয় করে এটা মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।
অয়েলি ত্বকের জন্য অ্যালোভেরা বেশ উপকারী। এতে কিছু উপকারী উপাদান থাকে। অ্যালোভেরা (Alo vera) পাতা থেকে জেল বের করে নিন। তা ত্বকে লাগান। অথবা অ্যালোভেরা দিয়ে প্যাক বানাতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরার যে কোনও প্যাকই উপকারী।
তৈলাক্ত ত্বক ক্রাবিং (Scrubber) করতে ব্যবহার করতে পারেন কফি ফেসপ্যাক। একটি পাত্রে দই নিয়ে তার সঙ্গে মেশান কফি। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক সহজে রোমকূপে জমে থাকা নোংরা দূর করে।
তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন গোলাপ জল। তুলোয় করে গোলাপ জল পুরো মুখে লাগান। গোলাপ জলের (Rose Water) গুণে ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে গোলাপ জল লাগাতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বক নরম হবে।