- Home
- Lifestyle
- Lifestyle Tips
- করোনায় সংক্রমণ এখনও বাড়ছে, এরই মাঝে হাজির বর্ষা, এই সময় শিশুর নিন বিশেষ যত্ন
করোনায় সংক্রমণ এখনও বাড়ছে, এরই মাঝে হাজির বর্ষা, এই সময় শিশুর নিন বিশেষ যত্ন
- FB
- TW
- Linkdin
শিশুদের এই সময় জল ফুঁটিয়ে খেতে দেওয়া উচিৎ। বর্ষাকালে জল বাহিত বহু অসুখ দেখা দেয়। যা থেকে সুস্থ রাখতে ফিল্টার জল খাওয়াতে হবে ছোটদের।
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়াতে হবে। বারে বারে পোশাক বদল করতে হবে, যাবে ঘাম না বসে, পাশাপাশি জামা ময়লা হতে দেওয়া যাবে না।
সামান্য ডেটল কিংবা স্যাভলন জলে মিশিয়ে হাতের কাছে রাখতে হবে। তা দিয়ে মাঝে মধ্যেই মুছিয়ে দিতে হবে শিশুর হাত ও পা।
কোনও ভাবেই বৃষ্টিতে ভেজা যাবে না। যদি বৃষ্টির জল গায়ে লাগে, তবে সামান্য গরম জল দিয়ে গা মুছিয়ে দিতে হবে।
প্রয়োজন না হলে ডায়াপার পরানো নয়। এতে ব়্যাশ দেখা যেতে পারে। তাই এই বিষয় নজর রাখা প্রয়োজন।
শিশুর ঘর সব সময় পরিষ্রা রাখতে হবে। বাইরে থেকে এসে যেন সেই ঘরে কেউ প্রবেশ না করে। হাতে কাছে রাখতে হবে স্যানিটাইজার। শিশুর গায়ে হাত দেওয়ার আগে তা হাতে দিয়ে নিতে হবে।
এই সময় আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাই সর্দি কাশি লেগেই থাকে। এসি-তে তাদের এই সময় না রাখাই ভালো।
প্রযোজন ছাড়া তাদের বাইরে নিয়ে যাওয়া নয়। মুখে মাস্ক দিলে শিশুদের শ্বাসকষ্ট হতে পারে। তাই মাস্ক যতসম্ভব এড়িয়ে চলাই উচিত।