চুলে তেল দেওয়ার সময় এই ভুলগুলো করছেন, চুল ঝরা আরও বেড়ে যেতে পারে
- FB
- TW
- Linkdin
কখনও চুলে তেল দেওয়ার সময় অতিরিক্ত মাসাজ করবেন না, এতে চুলের গোড়া আলগা হয়ে যায় ও চুল পড়ে যেতে থাকে।
চুলে তেল দেওয়ার সময় সতর্ক থাকুন। আগুনে তেল সরাসরি গরম করবেন না। এতে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়।
সপ্তাহে তিন দিনের বেশি তেল দেওয়া নয়। এতে বারে বারে চুলে স্যাম্পু দিতে হয়। যা থেকে চুলের গোড়া নষ্ট হতে পারে।
চুলে তেল দিয়ে একদিনের বেশি রেখে দিলে তাতে ময়লা ধরে নেয়। যা থেকে চুলের গোড়া নষ্ট হওয়ার মত সমস্যা দেখা যায়।
রাতে চুলে তেল দিলে তা তোয়ালেতে মুরিয়ে শুতে যান। নয়তো চুলে জট পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
চুল না আঁছড়িয়ে তাতে তেল দেওয়া নয়। এতে চুলে জটের সমস্যা হতে পারে। তাই তেল দেওয়ার আগে চুল আঁছড়িয়ে নেওয়া প্রয়োজন।
তবে চুলে তেল দিলে মাথা রাখতে হবে খুব যেন মাথায় চাপ দিয়ে তা মাসাজ না করা হয়। একে চুলের ময়শচারাইজার নষ্ট হয়ে যায়।
মাথায় তেল দিয়ে রাস্তায় বেরিয়ে পড়া নয়। এ থেকে চলে ধুলো বালি লাগতে পারে। তাই বাড়িতে থাকার সময়ই চুলে তেল দেওয়ার চেষ্টা করুন।