- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Bhai Phota 2021: ভাইফোঁটায় ভাই-বোনকে কী উপহার দেবেন জেনে নিন, রইল গিফট আইডিয়া
Bhai Phota 2021: ভাইফোঁটায় ভাই-বোনকে কী উপহার দেবেন জেনে নিন, রইল গিফট আইডিয়া
- FB
- TW
- Linkdin
উপহার দিন চকোলেটের বক্স (chocolate box) । বাজার সুজজ্জিত বিভিন্ন ধরনের চকোলেটে বক্স পাওয়া যায়। তা না হলে, বাড়িতে একটা সুন্দর বক্স বানিয়ে চকোলেট কিনে তাতে ভরে উপহার (gift) দিন। চকোলেট পেলে সকলেরই মন ভালো হয়ে যায়। তাই চট করে কিনে ফেলুন এই উপহার।
বোন বা দিদিকে গয়না উপহার দিতে পারেন। গয়না যে কোনও অনুষ্ঠানেই (Occation) উপহার (Gift) হিসেবে দেওয়া যায়। আর ভাইফোঁটার অনুষ্ঠানে অবশ্যই দেওয়া যেতে পারে। বোন বা দিদিকে কানের দুল, গলার হার কিংবা আংটি দিতে পারেন।
পোশাক (Dress) উভয়কেই ভাইফোঁটার দিন উপহার দিয়ে থাকেন। ভাইকে শার্ট (shirt) কিংবা পঞ্জাবি দিতে পারেন। আবার বোনকে দিতে পারেন শাড়ি (sharee) অথবা কুর্তি (kurty)। রিটার্ন গিফট (return gift) হিসেবেও পোশাক দেওয়া আদর্শ। তাই দেরি না করে চট করে কিনে ফেলুন।
ভাই বা দাদাকে উপহার হিসেবে দিতে পারেন ঘড়ি (Wrist Watch)। ভাইয়ের পছন্দ মতো একটি ঘড়ি কিনে ফেলুন। আবার বোনকেও রিটার্ন গিফট (return gifts) হিসেবে ঘড়ি দেওয়া যেতে পারে। আজকাল বিভিন্ন কোম্পানির বহু স্টাইলিশ ঘড়ি (Stylish watch) পাওয়া যায়। পছন্দ করে একটা কিনে নিলেই হল।
উপহার (gift) হিসেবে দিতেই পারেন পারফিউম (perfumes)। ভাইকে যেমন পারফিউম দেওয়া যায়, তেমন বোনকেও রিটার্ন গিফট (retuen gift) হিসেবে দিতে পারেন পারফিউম। ভাই বা বোনের পছন্দের ব্র্যান্ডের পারফিউম কিনে ফেলুন। এটি গিফট হিসেবে বেশ আদর্শ।
আপনার ভাই বা বোন কেউ কি বই পড়তে পছন্দ করেন? তাহলে উপহার হিসেবে কিনে ফেলুন বই। ভাইয়ের পছন্দের লেখকরের বই (book) উপহার দিন। বোনকেও রিটার্ন গিফট (return gift) হিসেবে দিতে পারেন বই। এমন গল্পের বই দিন, যা পড়তে সে আগ্রহ পায়।
উপহার দিতে পারেন ব্যাগ (bags)। ট্রাভেল ব্যাগ, সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ কত কি আছে। বোন বা ভাই ভয়কেই এই উপহার দেওয়া যায়। বোন বা ভাইয়ের পছন্দ বুঝে ব্যাগ কিনে ফেলুন। চাইলে ওয়ালেট বা পার্সও গিফট দিতে পারেন।
বোন যদি সদ্য সংসার পেতে থাকে তাহলে উপহার দিন রান্নাঘরের কোনও জিনিস। কিনতে পারেন কুকার (cooker), ক্যাসারোল-সহ আরও অনেক কিছু। আর বাজেট একটু বেশি হলে মাইক্রোওভেন (micro oven) কিংবা ইনডাকশন ওভেন দিতে পারেন।
বোনকে উপহার দিন কসমেটিক্স প্রোডাক্ট। সব মেয়েরাই কসমেটিক্স প্রোডাক্ট (cosmatics products) পেয়ে খুশি হন। দিতে পারেন লিপস্টিক (lipstick), ফাউন্ডেশন কিংবা আই মেকআপ সেট (makeup set)। আর বাজেট একটু বেশি হলে এক সঙ্গে কয়টি প্রোডাক্ট কিনে সাজিয়ে উপহার দিন।
উপহার দিতে পারেন সানগ্লাস (sunglass)। সানগ্লাস বেশ ভালো উপহার। আর বাজেটের মধ্যে যে কোনও ব্র্যান্ডের সানগ্লাস এসে যায়। বোন কিংবা ভাই উভয়কেই সানগ্লাস দেওয়া যায়। পছন্দ বুঝে একটি সানগ্লাস কিনে ফেলুন। দেখবেন, তা যেন স্টাইলিশ হয়।