- Home
- Lifestyle
- Lifestyle Tips
- নতুন বছরে কেরিয়ারে নয়া প্ল্যানিং, প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি, রইল মুখস্থ করার মোক্ষম টিপস
নতুন বছরে কেরিয়ারে নয়া প্ল্যানিং, প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি, রইল মুখস্থ করার মোক্ষম টিপস
- FB
- TW
- Linkdin
পড়তে বসার আগে ১০ মিনিট ব্যায়াম করুন বা হাঁটুন। এতে মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। এক গবেষণায় তা প্রমাণিত।
যে বিষয় পড়তে বেশি ভালো লাগে সেই বিষয় নিয়ে আগে কিছুটা পড়ে নিয়ে তারপর অন্য বিষয়গুলো ধরুন, এতে পড়ার প্রতি অনিহা অনেকটা কমে যায়।
সাদা কালো নয়, রঙিন মার্কার কিংবা ছবি, ওয়েবসাইট, বিভিন্ন জায়গা থেকে পড়তে থাকুন, এতে এক ঘেয়েমিভাব অনেকটা কমে যায়।
মুখোস্থ করতে হবে ভেবে পড়া না শুরু করে প্রথমেই একবার রিডিং দিয়ে নিন। বিষয়টির সঙ্গে নিজের পরিচিতি ঘটান। পড়ুন, তারপর জানার চেষ্টা করুন। না জেনে মুখস্থ নয়।
একই জায়গায় এক ভাবে না বসে পায়চারি করতে করতে পড়লে তা অনেক সহজেই মাথায় ঢুকে যায়। একভাবে বেশিক্ষণ না বসে উঠে পড়ুন।
পড়া সঠিকভাবে মনে রাখতে বেশি পরিমাণ ঘুমেরও প্রয়োজন। নির্দিষ্ট সময় করেই ঘুমিয়ে নিন। দিনে আট ঘন্টার নির্দিষ্ট সময় করেই ঘুমিয়ে নিন। দিনে আট ঘন্টার বেশও ঘুম ভালো নয়।
রাতে শোওয়ার আগে পড়ুন, এবং চোখ বন্ধ করে তা মনে করার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে আবার তা মনে করার চেষ্টা করে দেখবেন, অধিকাংশটাই মনে রয়েছে।