New Year Party-তে গ্ল্যামারস লুক পান হালকা মেকআপেই, দেখে নিন এই সহজ নিয়মগুলি
First Published Dec 30, 2020, 4:19 PM IST
অনেকেরই ধারনা নিজেকে আকর্ষণীয় করে তুলতে অনেক ভারী মেকআপ করতে হয়। জানলে অবাক হবেন, খুব অল্প মেকআপ করেও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। তা সে কোনও ওয়েডিং পার্টি মেকআপ হোক বা বর্ষশেষের পার্টি। মেকআপের কাজ আপনার খুঁতগুলো ঢেকে মুখের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। এর মানে এই নয় যে সব সময় অনেক বেশী মেকাপের প্রয়োজন। অল্প মেকাপ প্রোডাক্ট ব্যবহার করেই আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। প্রায় বেশিরভাগ মেয়েরাই কম বেশি মেকআপ করে থাকে। তবে জেনে নিন হালকা মেকআপে নজর কাড়ার সেই খুঁটিনাটি নিয়মগুলি।

মেকআপের আগে স্কিনকে ক্লিঞ্জং, টোনিং, ময়েশ্চারাইজিং অবশ্যই করে নিন। মেকআপের জন্য একটি মসৃণ বেজ অত্যন্ত জরুরি। এর জন্য প্রাইমার অবশ্যই ব্যবহার করতে হবে।

প্রাইমার মেকআপকে লং লাস্টিং করতেও সাহায্য করে। আপনি চাইলে ময়েশ্চারাইজার সমৃদ্ধ প্রাইমার ব্যবহার করতে পারেন। এতে আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন হবে না।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন