শুধু ফল নয় এর খোসারও রয়েছে বহগুণ, জেনে নিন কমলাকে কিভাবে কাজে লাগাবেন এই মরশুমে
First Published Nov 25, 2020, 4:48 PM IST
ঠান্ডা এখনও আসেনি তবু এই সময় থেকেই দেখা দিয়েছে শুষ্ক ত্বকের সমস্যা। শীতকালের সবথেকে বড় সমস্যা হল ত্বকের রুক্ষতা। এই সময় শুষ্ক শীতল হাওয়ায় ভেসে বেড়ায় ধূলো-বালি। এই কারনেই অতি সহজে ত্বক ফেটে যাওয়া থেকে শুরু করে ব়্যাশ এর মত সমস্যাও দেখা দেয়। শীতকালে ত্বকের জৌলুস বজায় রাখতে যত্ন নিন এখন থেকেই। এই সময় ত্বক দিপ্তীময় করে তুলতে রূপচর্চায় রাখুন মরশুমি ফল কমলা লেবু। কমলালেবু কীভাবে কাজে লাগাবেন রূপচর্চায়, জেনে নেওয়া যাক-

কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমানে সাইট্রিক অ্যাসিড যা ব্রণর সমস্যা দূর করতে দারুন কার্যকারী ভূমিকা পালন করে। এর জন্য কমলা লেবুর রস নিয়ে ব্রণ উপর লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

প্রতিদিন এইভাবে লেবুর রস লাগাতে পারলে, ব্রণ খুব দ্রুত শুকিয়েও যাবে, পাশাপাশি ব্রণ জেদি কালো দাগও মিলিয়ে যায়। এছাড়া প্রতিদিনের ডায়েটে রাখুন এই ফল যা আপনার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন