ব্রণ থেকে হতে পারে মানসিক অবসাদ, সমীক্ষায় উঠে এলো ভয়াবহ তথ্য
ব্রণর সমস্য়া কম বেশি অনেকেরই রয়েছে। যা থেকে রীতিমত নাজেহাল হতে হয় সকলকে। কখনও লুক ঘিরে সমস্যা, কখনও আবার তা থেকে স্বকের অস্বস্তি। কিন্তু এই ব্রণই যে অবসাদের কারণ হতে পারে, তা কি জানা ছিল!
- FB
- TW
- Linkdin
অবসাদ নিয়ে এখন প্রায়সই সকলেই কথা বলে থাকেন। এই অধ্যায় একাধিক মানুষের জীবনেই হয়তো কোনও না কোনও সময় এসেছে।
তবে তা যখন মাত্রা ছাড়িয়ে যায়, সমস্যা সৃষ্টি করে। কেন হয় এই ডিপ্রেশন, একাধিক তথ্য়ে উঠে আসা নানা কারণ সকলেরই জানা।
যে কোনও কারণেই যদি মন খারাপ হয়ে যায়, এবং তা ক্রমেই মানুষকে মুল স্রোত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা থেকেই সৃষ্টি হয় অবসাদ।
তবে ব্রণর সমস্যার সঙ্গে এর কি যোগ! মুখে ব্রণ থাকা মানে সাধারণত সকলে মনে করে থাকেন, রূপের ক্ষেত্রে এক বিস্তর সমস্যা হচ্ছে।
তবে তা যে মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে, তা কি ভেবে দেখেছি আমরা। হয়তো নয়।
ব্রণর সমস্যা য়ে এতটা গভীর হতে পারে, তা অনেকরই ধারনা নেই। কিন্তু সম্প্রতি এক সমীক্ষাতে ভয়বহ তথ্য উঠে এলো।
এই তথ্য উল্লেখ করা রয়েছে, যাঁদের ব্রণর সমস্যা রয়েছে, অবসাদে ভোগার সম্ভাবনা তাঁদের ক্ষেত্রে অনেক বেশি।