আপনি কী দিনেও স্বপ্ন দেখেন, এই ৫ তথ্য আপনাকে অবাক করবে
দিনের বেলায় স্বপ্ন দেখার কথা অনেকেই শোনেন, আর অনেকেই আবার নিজে তা উপলব্ধিও করেছেন। কারা দিনের বেলায় স্বপ্ন দেখেন, দিনের বেলা স্বপ্ন কেন দেখা, এই নিয়ে কখনও কী ভেবে দেখেছেন, জেনে নিন দিনে স্বপ্ন দেখার পাঁচ অজানা তথ্য...
- FB
- TW
- Linkdin
দিনের বেলা স্বপ্ন কারা দেখেন! দিনে স্বপ্ন চোখে আসা বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে।
সাধারণত ছোট বয়সেই এটা বেশি দেখা যায়। এমটা সময়ের পর তা অনেক অংশে কমে যায়।
দিনের স্বপ্ন কী করছে তা ভুলিয়ে দিতে সক্ষম। কাজের মধ্যে দিনে স্বপ্ন দেখার অর্থই কাজ থেকে দূরে সরে যাওয়া।
দিনের স্বপ্ন মস্কিষ্কের একটা বিশেষ অংশের কাজকে স্বগিত করে দিতে পারে। তাই তখন অন্য কোন কিছুই মনে থাকে না।
দিনে স্বপ্ন দেখা মস্কিষ্কের হাতে থাকে। দিনের স্বপ্ন মনের কন্ট্রোলে থাকে না। তাই দিনে স্বপ্ন দেখা নিয়ে যাঁদের মনে হয় তা মনের ভূল, তা কখনই নয়।
যাঁরা দিনে স্বপ্ন দেখে, তাঁরা অনেক বেশি ক্রিয়েটিভ হন। এই লক্ষ্যণটা তাঁদের মধ্যে দেখা যায়।
তাই দিনের বেলা স্বপ্ন দেখা ভুল নয়। মাঝে মধ্যেই যাঁদের শরীরে ক্লান্তি দেখা দেয়, তাঁদের মধ্যেই এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।