- Home
- Lifestyle
- Lifestyle Tips
- কাজ হারানোর ভয়ে অনিশ্চয়তায় ভুগছেন, কর্মহীন হওয়ার আগে চোখ বুলিয়ে নিন বিশেষ টিপসে
কাজ হারানোর ভয়ে অনিশ্চয়তায় ভুগছেন, কর্মহীন হওয়ার আগে চোখ বুলিয়ে নিন বিশেষ টিপসে
- FB
- TW
- Linkdin
একটানা দীর্ঘ ছয় মাসের লকডাউনে একাধিক কর্মক্ষেত্রেই ঝাঁপ পড়েছে। মহামারির আবহে বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখাই হল সবথেকে বুদ্ধিমানের কাজ।
আজই হয়তো কাজের শেষ দিন। এই চিন্তাটাই যেন সবচেয়ে গভীর প্রভাব ফেলেছে। কারণ এহেন পরিস্থতিতে যে কোনও সময়ে আগাম নোটিশ ছাড়াই কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে।
এই পরিস্থিতির শিকার বিশ্বে বহু মানুষই হয়েছেন। এই সময় কাটিয়ে উঠতে কীভাবে তার মোকাবিলা করবেন, তা আগে থেকেই প্ল্যান করে রাখুন।
অযথা আতঙ্কিত হলেই বাড়বে বিপদ। তবে পরিবারের আয়ের উৎস যদি আপনি একা নন, তা হলে অবশ্যই তা চিন্তার উদ্বেগ। কিন্তু এহেন পরিস্থিতিতে হতাশ না হয়ে অযথা চিন্তিত না হয়ে পরিস্থিতির সাথে বুঝে চলুন।
কাজ চলে যাওয়া মানেই নিজের পুরো কেরিয়ারটা শেষ, তেমনটা কিন্তু নয়। মন স্থির রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।
যদি নোটিশ পিরিয়ড হাতে পাওয়া যায়, তা হলে সেই সুযোগটায় অযথা বসে না থেকে পুরো কাজে লাগাতে হবে। নতুন কাজের সন্ধান করতে হবে। যে কোনও কাজ পেলেই যোগ দিতে হবে।
নিয়োগকারী সংস্থার বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে হবে। এবং সেখান থেকেই নিজেকে সতর্ক হতে হবে। চাকরি হারানোর পর যত দ্রুত সম্ভব অন্য কাজ জোগাড় করে নিতে হবে। এই বিশেষ সতর্কতাগুলি নজরে রাখলে শেষ মুহূর্তের আতঙ্ক এড়ানো যাবে।
নিজের বায়োডেটা সবসময়ই আপডেট রাখতে হবে। নিজের বায়োডেটা আপডেটের জন্য কিছু ট্রেন্ডিং অনলাইন কোর্স করে ফেলতে পারেন। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে সবসময় নিজেকে।
বর্তমানে অনলাইনে কর্মসংস্থানের একাধিক প্ল্য়াটফর্ম রয়েছে। সেখানে নিজের নাম ও বায়োডেটা নথিভুক্ত করতে হবে। এ ছাড়া অন্যান্য সংস্থায় নিয়োগ হচ্ছে কি না, তার আপডেটও রাখতে হবে।