ঠোঁটের ওপর অবাঞ্ছিত লোম দূর হবে ঘরোয়া উপায়, জেনে নিন করে বানাবেন প্যাক
- FB
- TW
- Linkdin
দই, বেসন ও হলুদ দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ১ চামচ বেসন, সমপরিমাণ দই ও সামান্য হলুদ নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে রোম দূর হবে।
হলুদ ও দুধ দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চাম হলুদ ও ১ চামচ দুধ নিন। ভালো করে মিশিয়ে ঠোঁটের ওপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে নিন। এই প্যাক রোমকূপের জমে থাকা নোংরা দূর করে। সঙ্গে এই প্যাকের গুণে দূর হবে ঠোঁটের ওপরে থাকা লোম।
লেবু ও চিনি দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে লেবুর রস ও গুঁড়ো করা চিনি মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ঠোঁটের ওপর লাগান। তারপর ধুয়ে নিন। চিনি ও মধুর মিশ্রণের গুণে লোম দূর হবে। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করতেই পারেন। এতে মুহূ্র্তে উপকার পাবেন।
ডিমের সাদা অংশ লোম তুলতে বেশ উপকারী। একটি পাত্রে নিন ডিমের সাদা অংশ। তার সঙ্গে মেশান কর্নফ্লাওয়ার। তাতে দিন ১ চামচ চিনি। চিনি দেওয়ার আগে ভালো করে গুঁড়ো করে নেবেন। এই প্যাক ঠোঁটের ওপরে লাগান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা ঘষে করে তুলে ফেলুন।
মধু ও লেবুর রস মেশিয়ে প্যাক বানান। একটি পাত্রে অর্ধেক মধু ও বড় চামচ মধু নিয়ে ভালো করে মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা ঘষে করে তুলে ফেলুন। মুহূর্তে দূর হবে বাড়তি লোম।
আলুর রস ও মুসুর ডাল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে আলু ঘষে রস বের করে নিন। অন্য দিকে, মুসুর ডাল বেটে নিন। এবার দুটো ভালো করে মেশান। মিশ্রণটি ঠোঁটের ওপর লাগান। শুকিয়ে গেল ঘষে ধুয়ে নিন। এতে দূর হবে ঠোঁটের ওপর থাকা বাড়তি লোম।
হলুদের গুণে দূর হয় মুখের রোম। হলুদ ভালো করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান গোলাপ জল। মিশ্রণটি ঠোঁটের পর এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। এটি প্রাকৃতিক ব্লিচেরও কাজ করে। এর গুণে লোমগুলো হালকা হয়ে যায়।
কর্ন ফ্লাওয়ার ও দুধ দিয়ে বানাতে পারেন প্যাক। ১ চামচ কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মেশান ২ টেবিল চাচম দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। কর্ন ফ্লাওয়ার ও দুধের গুণে লোম দূর হবে।
আটা, দুধ ও হলুদ দিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। এই প্যাকের গুণে দূর হবে বাড়তি লোমের সমস্যা। একটি পাত্রে আটা ও সম পরিমাণ হলুদ বাটা নিন। তার সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। মুহূর্তে দূর হবে বাড়তি লোম।
ত্বকের যত্নে ঘরোয়া টোটকার ব্যবহার হচ্ছে বহুদিন ধরে। ত্বক উজ্জ্বল করতে, চুলের যত্ন নিতে প্রায়শই ঘরোয়া টোটকার ব্যবহার করে থাকেন সকলে। এবার ত্বকের অবাঞ্ছিত রোম দূর করুন ঘরোয়া টোটকার গুণে। ঠোঁটের ওপর রোম তুলতে ব্যবহার করুন কয়টি ঘরোয়া প্যাক।