- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ক্রমে পাতলা হচ্ছে ভ্রু-এর রোম? এই ১০ উপায় মাত্র ৭ দিনে সমস্যা থেকে মুক্তি পান
ক্রমে পাতলা হচ্ছে ভ্রু-এর রোম? এই ১০ উপায় মাত্র ৭ দিনে সমস্যা থেকে মুক্তি পান
- FB
- TW
- Linkdin
ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন ভ্রু মোটা করতে। এই তেলে এমন কিছু উপাদান থাকে যা চোখের ভ্রু ঘন কততে উপকারী। তুলোয় করে ক্যাস্টর অয়েল নিয়ে ভ্রুতে লাগান। হালকা করে মাসাজ করুন। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। এই টোটকা বেশ উপকারী ভ্রু ঘন করতে।
লাগাতে পারেন অলিভ অয়েল। অলিভ অয়েল দ্রুত চুল বৃদ্ধিতে সাহায্য করে। একটি পাত্রে আধ চা চামচ অলিভ অয়েল নিন। এটি হালকা করে গরম করুন। ঠান্ডা হলে ভ্রু-তে লাগান। এতে থাকে পলিফেনলিক যৌগ। এটি ভ্রু-র চুল বৃদ্ধির কাজে বেশ উপকারী। প্রতিদিন ব্যবহার করতে পারেন এই তেল। অলিভ অয়েল লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে নিন।
অ্যালোভেরা জেল ভ্রু মোটা করতে বেশ উপকারী। এতে থাকা এনজাইম চুল বৃদ্ধিতে সাহায্য করে। একটি অ্যালোভেরা পাতা কেটে জেল বের করে নিন। তা ভ্রু-তে লাগান। ৩০ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে নিন। এতে ভ্রু-এর চুল বৃদ্ধি ঘটবে। এই সমস্যা থেকে আর সহজে মুক্তি পাবেন।
মেথির গুণে চোখের ভ্রু-র সমস্যা দবর করে। এতে রয়েছে মিনোক্সিডিলের মতো উপাদান। হাতে ১ চা চামচ মেথি দানা জলে ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। এবার মিশ্রণটি ভ্রু-তে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মেথির গুণে ভ্রু ঘন হবে। চুলের যত্ন নিতেও ব্যবহার করতে পারেন মেথি। একই ভাবে রাতে ভিজিয়ে রেখে সকালে মেথি বেটে নিন। চুলে ও স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
দুধের গুণ ভ্রু ঘন হবে। তুলোয় করে দুধ নিয়ে ভ্রুতে লাগান। হালকা করে মাসাজ করুন। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে লাগাতে পারেন দুধ। এই টোটকা বেশ উপকারী ভ্রু ঘন করতে। রোজ ব্যবহার করতে পারেন এই টোটকা।
ডিমের সাদা অংশ ব্যবহার করলে ভ্রু ঘন হবে। একটি ডিম ফেটিয়ে নিন তার কুসুম আলাদা পাত্রে ঢালুন। এবার সেই কুসুম তুলোয় করে ভ্রু-তে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহারে উপকার পাবেন। চুলের যত্নেও ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা চুল ঘন করে।
অনেকে ভ্রু মোটা করতে আইব্রো পেনসিল ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে ভালো মানের পেনসিল ব্যবহার করবেন। তা না হলে ভ্রু-র রোম খসে যেতে পারে। পেনসিলটি আপনার ত্বকে মানানসই কি না তা জেনে নিয়ে তবেই ব্যবহার করেন। তা না হলে পরে সমস্যায় পড়বেন।
কখনও ভ্রু ওপরের দিক থেকে প্লাক করবেন না। এতে আইব্রো-র শেপ নষ্ট হয়ে যাবে। আইব্রো করার আগে ভালো করে ব্রাশ করে নিন। তারপর ভ্রু এর শেপের বাইরে থাকা লোম তুলে ফেলুন। অনেকে আইব্রো বড্ড সরু করে। খুব প্রয়োজন না হলে তা না করাই ভালো। যতটা পারবেন ন্যাচারাল রাখার চেষ্টা করুন।
লাগাতে পারেন পেঁয়াজের রস। এতে ভিটামিন, সালফার ও মিনারেল আছে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একটি পেঁয়াজ কেটে নিন। তার রস বের করে নিতে হবে। এবার তুলোয় করে সেই রস ভ্রু-তে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিয়মিত লাগাতে পারেন পেঁয়াজের রস। এতে উপকার পাবেন। অল্প দিনেই ভ্রু ঘন হবে।
ভ্রু ঘন করতে ব্যবহার করতে পারেন লেবুর রস। এতে ভিটামিন সি থাকে। একটি লেবু টুকরো করে নিন। তার রস চিপে নিন। এবার তুলোয় করে সেই রস ভ্রু-তে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিয়মিত লাগাতে পারেন লেবুর রস। চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। কিন্তু লেবুর রস লাগিয়ে সূর্যালোকে যাবেন না। এতে ভ্রু-এর স্বাভাবিক রং নষ্ট হয়ে যেতে পারে।