শীতকালে রাতের বেলা মোজা পরে ঘুমানো ঠিক না ভুল, কী বলছেন বিশেষজ্ঞরা
First Published Dec 7, 2020, 4:10 PM IST
শীতকালে পা ঠান্ডার সমস্যা অনেকেরই থাকে। গা গরম হলেও পা যেন গরম হতে চায় না চট করে। কিন্তু ঘুমানোর সময় পা গরম হলেই ঘুম ভাল হয়। সারারাত পা ঠান্ডা থাকলে রাতে ভাল ঘুম হয় না। বিশেষজ্ঞদের মতে, রাতের বেলা মোজা পরে ঘুমালে ঘুম অনেক গভীর ও ভাল হয়। গবেষকরা মনে করেন শীতকালে ঠান্ডার থেকে পা সুরক্ষিত রাখতে মোজা পরে ঘুমানো খুবই কার্যকরী। রাতের বেলা মোজা পরে ঘুমোলে কতটা উপকার পাওয়া যায় জেনে নিন বিশেষজ্ঞদের মতামত ।

ঘুম ভাল হয়
রাতের বেলা শরীরের ভিতরের তাপমাত্রা অনেকটাই কমে যায়। বিশেষ করে ভোরবেলা তা আরও বেশি কমে যায়। এ সময় পা গরম থাকলে রক্তনালীগুলো ভাল করে কাজ করতে পারে। তাই মোজা পরে ঘুমোলে তা শরীরের তাপমাত্রা ঠিক রাখে।

রোগ দূর করতে
রেনডস রোগের লক্ষণ হল হাত পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া। এ রোগের কারণে রক্তনালী শুকিয়ে যায় যার ফলে শরীরে ভাল ভাবে রক্ত পৌঁছতে পারে না। এতে হাত পা অসাড় হয়ে পড়ে। বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি দেখা যায় । এই রোগ থেকে রেহাই পেতে অবশ্যই মোজা পরে ঘুমান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন