ঘুমানোর সময় বালিশের নিচে রাখুন একটা গোটা লেবু, নিমেষে দূর হবে একগুচ্ছ জটিল সমস্যা
First Published Dec 5, 2020, 6:17 PM IST
সস্তার লেবুর রয়েছে একাধিক গুন। গরমে শরীর সুস্থ ও সতেজ রাখা থেকে রূপচর্চা থেকে চুলের পরিচর্যা সবেতেই এর ভূমিকা অপরিসীম। ভিটামিন সি-তে পরিপূর্ণ পাতিলেবুর মধ্যে এমন অনেক অজানা গুণ রয়েছে যা শরীর খারাপ থেকে শুরু করে শরীরকে সুস্থ রাখে। সারাবছরই এই পাতিলেবু পাওয়া যায়। তবে খাওয়া নয়, রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটা পাতিলেবু কেটে রেখে দিন এবং নিমেষে দূর করুন হাজারো সমস্যার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন