এবার পুজোয় সানগ্লাস বলবে আপনার ফ্যাশনের কথা
| Published : Sep 19 2019, 01:32 PM IST / Updated: Sep 23 2019, 04:40 PM IST
এবার পুজোয় সানগ্লাস বলবে আপনার ফ্যাশনের কথা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
আপনার ত্বক যদি উজ্জ্বল হয় তবে নীল, সবুজ, বাদামি, বেগুনী, লাল যে কোনও রঙের সানগ্লাসই ভালো মানাবে।
28
ত্বক অনুজ্জ্বল হলে মেটালিক ফ্রেমের কালো, গ্রে, কফি বা গাঢ় বাদামি রঙের সানগ্লাস ভালো মানাবে।
38
হার্ট শেপ চেহারায় কপাল চওড়া ও চোয়াল সরু থাকে। তাই ক্যাট আই, স্পোর্কি টাইপের সানগ্লাস বেশি মানায় এই চেহারায়। তবে এই চেহারার সঙ্গে ওভার সাইজ সানগ্লাস না কেনাই ভালো।
48
ডিম্বাকৃতি চেহারায় প্রায় সব ধরণের সানগ্লাসই ভালো মানায়। শুধু মাথায় রাখতে হবে যে ফ্রেমটি যেন বেশি চওড়া না হয়।
58
গোলাকৃতি মুখের সঙ্গে সাধারনত ক্যাট আই বা অ্যাভিয়েটর ফ্রেমের সানগ্লাস ভালো মানায়। তবে আয়তাকার সানগ্লাসও এদের মুখে বেশ মানায়।
68
বর্গাকৃতি চেহারায় রিম লেস বা যে কোনও মেটালিক ফ্রেম বেশ ভালো মানায়।
78
চতুর্ভুজাকৃতি চেহারার সঙ্গে ক্যাট আই ভালো মানায়। তবে মাথায় রাখতে হবে যে এই ধরণের চেহারার সঙ্গে সানগ্লাস একটু ওভার সাইজের হলেই ভালো।
88
লম্বাকৃতি মুখের জন্য গোল সানগ্লাস ভালো মানায়। তবে খেয়াল রাখতে হবে যে গ্লাসটি বেশি ছোট যেন না হয়।