- Home
- Photos
- Other Photos
- সোমবার রাতভোর কুমোরটুলিতে ভিড়, চলছে কলকাতার জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যায়ের প্রস্তুতি
সোমবার রাতভোর কুমোরটুলিতে ভিড়, চলছে কলকাতার জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যায়ের প্রস্তুতি
| Published : Nov 05 2019, 02:12 AM IST
সোমবার রাতভোর কুমোরটুলিতে ভিড়, চলছে কলকাতার জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যায়ের প্রস্তুতি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
কৃষ্ণনগর কিংবা চন্দনগরের মতন উপচে পড়া ভিড় না থাকলেও কলকাতার বুকেও নেহাতই কম হয় না জগদ্ধাত্রী পুজো। কোথাও পাড়ায়, কোথাও আবার বাড়িতেই পুজো হতে দেখা যায় জগদ্ধাত্রী।
27
কলকাতার বুকে পালা করে দুবেলা দুর্গাপুজোর মত জগদ্ধাত্রী ঠাকুর দেখার হিরিক না থাকলেও, বেশ কিছু জায়গার পুজো কলকাতায় নাম করা। যার মধ্যে অন্যতম হল পার্ক সার্কাস-এস.এন. ব্যানার্জি রোডের পুজো।
37
সোমবার রাতেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা আনার পালা শেষ করল শহরবাসী। ফলে রাতভোর নজরে আসে উপচে পড়া ভিড়।
47
থিমের ঘটা নজরে আসে জগদ্ধাত্রী পুজোতেও। কুমোরটুলিতে এবারে থিমের প্রতিমাও নজর কাড়ে। প্রতিমার মূল্য গতবছরের থেকে তেমন হেরফের হয়নি চলতি বছরে।
57
মাঝারি থেকে বড় মাপের মাতৃপ্রতিমায় এবারে ভরে ওঠে কুমোরটুলি চত্বর। সাবেকি ধাঁচেই অধিকাংশ প্রতিমা নজর কাড়ে এই দিন।
67
বারোয়ারি প্রতিমার পাশাপাশি বাড়ির ঠাকুর আনারও ভিড় নজরে আসে এদিন। রাত পোহালেই শুরু পুজোর শেষ পর্যায়ের প্রস্তুতি।
77
সোমবার কুমোরটুলিতে মাতৃপ্রতিমা ঘিরে ব্যস্ততা থাকে তুঙ্গে। দেবীপক্ষের শেষ পর্যায়ে এসে যেন বিদায়ী সুরে এদিন ধরা দিল এক ভিন্ন রূপ।