ছুটি কাটাতে ভিয়েতনামে মনামি, শেয়ার করলেন একগুচ্ছ ছবি
পুজো শেষ, তবে সেই রেশ এখনও শেষ হয়নি। পুজোর মরশুমে টলি-পাড়ার বহু সেলেব ছুটি কাটাতে গিয়েছেন বিদেশে। সেই তালিকাতে রয়েছেন অভিনেত্রী মনামি ঘোষও। অভিনয়ের পাশাপাশি নিজের পছন্দের অনেক মুহূর্ত মনামি মাঝে মাঝেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই রকম ভাবেই বিদেশে ঘুরতে গিয়েও সেখানকার একের পর এক ছবি শেয়ার করলেন তিনি। একনজরে দেখে নিন সেই সমস্ত ছবি।
17

ঘুরতে যাওয়ার সময়েই কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি এয়ারপোর্ট লুক-এর ছবি পোস্ট করেন মনামি।
27
ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন মনামি। সেখানকার বেশ কিছু ছবি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজ-এ।
37
তার মধ্যে রয়েছে সুইমিংপুলে সময় কাটানোর কিছু ছবি। সেই ছবিতে মনামিকে দেখা যাচ্ছে পুলের মধ্যেই প্রাতঃরাশের সরঞ্জাম সহ ফটোশ্যুটে ব্যস্ত তিনি।
47
এছাড়া উজ্জ্বল নিয়ন সবুজ রঙ-এর পোশাকে নজর কেড়েছেন তিনি।
57
পাহাড়ের কোল ঘেষা বারান্দার থেকে তিনি ছবি পোস্ট করে, সুপ্রভাত শুভেচ্ছা জানিয়েছে মনামি।
67
এছাড়া মনামি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গেও ছবি পোস্ট করেন।
77
এই মুর্হুতে তিনি ইরাবতীর চুপকথা সিরিয়ালে অভিনয় করছেন।
Latest Videos